ঘাটাল, 11 মার্চ : দীর্ঘ লড়াই অবশেষে প্রায় 7 বছর পর রায় দিল আদালত ৷ স্বামী-সহ মামা শ্বশুরকে যাবজ্জীবন সাজার রায় দিল আদালত (Housewife Murder at Ghatal)। অভিযোগ ছিল গৃহবধূকে স্বামী-সহ মামাশ্বশুর রাতভর মারধর করে খুন করে । এই মারধর থেকে বাদ পড়েনি ছোট্ট শিশুকন্যাও । শুক্রবার এই ঘটনায় দুই অভিযুক্তের যাবজ্জীবন সাজা দিল ঘাটাল মহকুমা আদালত । টাকা চুরি করার অভিযোগ তুলে গৃহবধূকে খুন ও তাঁর ছোট বাচ্চাকে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বামী ও মামাশ্বশুর ।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাঁচবেড়িয়া এলাকায় 2015 সালের 5 নভেম্বর সোনালী পড়িয়া নামে এক গৃহবধূকে তাঁর স্বামী দিপু পড়িয়া ও যোগেন হেমব্রম টাকা চুরির অভিযোগ তুলে দিপুর স্ত্রী সোনালীকে ব্যাপক মারধর করে । এমনকি খুন করে ফেলে দেওয়া হয় বাড়ি লাগোয়া কলাবাগানে । মারধর করা হয় সোনালী পড়িয়ার মেয়ে বৈশাখী পড়িয়াকেও । এই ঘটনার তদন্তে নেমে দাসপুর থানার পুলিশ অভিযুক্ত দীপু ও যোগেনকে গ্রেফতার করে ।