পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Housewife Murder at Ghatal : গৃহবধূ খুনে স্বামী-সহ মামা শ্বশুরের যাবজ্জীবন সাজার রায় দিল আদালত - গৃহবধূ খুনে স্বামী সহ মামা শ্বশুরের যাবজ্জীবনের রায় দিল আদালত

টাকা চুরি করার অভিযোগে গৃহবধূকে মারধর করে খুনের ঘটনায় স্বামী-সহ মামা শ্বশুরকে যাবজ্জীবন সাজা দিল ঘাটাল মহকুমা আদালত (Housewife Murder at Ghatal) । অভিযোগ ওঠে তাঁর ছোট বাচ্চাকে মারধর করে হত্যা করারও ৷

Ghatal Crime News
গৃহবধূ খুনে স্বামী সহ মামা শ্বশুরের যাবজ্জীবনের রায় দিল আদালত

By

Published : Mar 12, 2022, 8:07 AM IST

ঘাটাল, 11 মার্চ : দীর্ঘ লড়াই অবশেষে প্রায় 7 বছর পর রায় দিল আদালত ৷ স্বামী-সহ মামা শ্বশুরকে যাবজ্জীবন সাজার রায় দিল আদালত (Housewife Murder at Ghatal)। অভিযোগ ছিল গৃহবধূকে স্বামী-সহ মামাশ্বশুর রাতভর মারধর করে খুন করে । এই মারধর থেকে বাদ পড়েনি ছোট্ট শিশুকন্যাও । শুক্রবার এই ঘটনায় দুই অভিযুক্তের যাবজ্জীবন সাজা দিল ঘাটাল মহকুমা আদালত । টাকা চুরি করার অভিযোগ তুলে গৃহবধূকে খুন ও তাঁর ছোট বাচ্চাকে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বামী ও মামাশ্বশুর ।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাঁচবেড়িয়া এলাকায় 2015 সালের 5 নভেম্বর সোনালী পড়িয়া নামে এক গৃহবধূকে তাঁর স্বামী দিপু পড়িয়া ও যোগেন হেমব্রম টাকা চুরির অভিযোগ তুলে দিপুর স্ত্রী সোনালীকে ব্যাপক মারধর করে । এমনকি খুন করে ফেলে দেওয়া হয় বাড়ি লাগোয়া কলাবাগানে । মারধর করা হয় সোনালী পড়িয়ার মেয়ে বৈশাখী পড়িয়াকেও । এই ঘটনার তদন্তে নেমে দাসপুর থানার পুলিশ অভিযুক্ত দীপু ও যোগেনকে গ্রেফতার করে ।

গৃহবধূ খুনের মামলায় 7 বছর পর মিলল রায়

আরও পড়ুন: নদীর জলে গলাকাটা দেহ উদ্ধার মহিলার, তদন্তে দাসপুর থানার পুলিশ

অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ 302, 201 এবং 326 ধারা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে । চলতি মাসের 9 মার্চ দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক । অবশেষে সেই ঘটনায় শুক্রবার অভিযুক্তদের সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত । এদিন ঘাটাল আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ সঞ্জয় কুমার শর্মার এজলাসে এই মামলার রায়দান হয় । যদিও এই মামলা ছয় বছর ধরে চলে । আর এই যাবজ্জীবন রায় ঘোষণায় স্বস্তির ছায়া নেমে এসেছে গৃহবধূর পরিবারে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details