মেদিনীপুর, 5 মে : ইন্টারনেটের দৌলতে জঙ্গলমহলে হারিয়েছে চিঠি লেখার প্রবণতা ৷ আর হারিয়েছে চিঠির সঙ্গে বাড়িতে ঝুলিয়ে রাখা লেটারবক্স (Midnapore Letterbox)। তবে এখনও কিছু বাড়িতে দেখা পাওয়া যায় পুরনো জংধরা লেটারবক্সের ৷
1970-80 র দশকে চিঠিই এক অন্যতম মাধ্যম ছিল যোগাযোগের । আট থেকে আশি, তরুণ থেকে তরুণী প্রত্যেকেই এই চিঠি দেওয়া নেওয়া করতেন ৷ আর চিঠি দেওয়া নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে লেটারবক্সের ব্যবস্থা ছিল । আর পত্রবাহকেরা সেই লেটারবক্সে এই চিঠি দিয়ে যেতেন ৷ 2000-02 সালের পর থেকে আস্তে আস্তে যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে মোবাইল ফোন । আর এই মোবাইল ফোনের দৌলতে একে একে ডিজিটাল প্রক্রিয়া চালু হয়ে যায় বিশ্বজুড়ে । প্রতিদিন নতুন নতুন ফিচার অ্যাপস এবং ডিজিটাল মাধ্যম গড়ে ওঠায় আস্তে আস্তে অবলুপ্তি ঘটে হাতে লেখা চিঠির । আর তারই সঙ্গে অবলুপ্তি ঘটে লেটারবক্সেরও ।
আরও পড়ুন :100 বছর ধরে বৃষ্টির জল সংরক্ষণ করে আসছে সিমলার IIAS
চিঠি হারানোর প্রধান কারণ সময়ের অভাব ৷ জঙ্গলমহলে চিঠি লেখার প্রবণতা হারিয়ে ফেলায় অনেকের বাড়ির সামনে থেকে সরিয়ে ফেলা হয়েছে লেটারবক্স । কিন্তু এখনও অনেকে নস্টালজিয়া কারণে ঝুলিয়ে রেখেছে লেটারবক্স । সরিয়ে ফেলতে বহুবার চেষ্টা করলেও বাপ-ঠাকুরদার আমলের সেই স্মৃতি তাঁরা সরাতে চাননি । ফলে জঙ্গলমহল মেদিনীপুর শহরের অলিগলিতে খুব অল্প হলেও কয়েকটি বাড়ির সামনে ঝুলছে লেটারবক্স ৷