পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Midnapore Letter box: ডিজিটাল লেনদেনে হারিয়েছে চিঠি ! নস্টালজিয়ায় রয়ে গিয়েছে লেটারবক্স - Midnapore Letterbox

ডিজিটাল যুগে হারিয়েছে চিঠি লেখার প্রবণতা ৷ আর সেই কারণে হারিয়ে গিয়েছে লেটারবক্সও (Midnapore Letterbox) ৷ কিন্তু ইন্টারনেটের যুগে এখনও মেদিনীপুরের বেশ কিছু বাড়ির দেওয়ালে ঝুলছে চিঠি ফেলার বক্স ৷

Midnapore Letterbox news
মেদিনীপুর লেটারবক্স

By

Published : May 6, 2022, 7:19 PM IST

মেদিনীপুর, 5 মে : ইন্টারনেটের দৌলতে জঙ্গলমহলে হারিয়েছে চিঠি লেখার প্রবণতা ৷ আর হারিয়েছে চিঠির সঙ্গে বাড়িতে ঝুলিয়ে রাখা লেটারবক্স (Midnapore Letterbox)। তবে এখনও কিছু বাড়িতে দেখা পাওয়া যায় পুরনো জংধরা লেটারবক্সের ৷

1970-80 র দশকে চিঠিই এক অন্যতম মাধ্যম ছিল যোগাযোগের । আট থেকে আশি, তরুণ থেকে তরুণী প্রত্যেকেই এই চিঠি দেওয়া নেওয়া করতেন ৷ আর চিঠি দেওয়া নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে লেটারবক্সের ব্যবস্থা ছিল । আর পত্রবাহকেরা সেই লেটারবক্সে এই চিঠি দিয়ে যেতেন ৷ 2000-02 সালের পর থেকে আস্তে আস্তে যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে মোবাইল ফোন । আর এই মোবাইল ফোনের দৌলতে একে একে ডিজিটাল প্রক্রিয়া চালু হয়ে যায় বিশ্বজুড়ে । প্রতিদিন নতুন নতুন ফিচার অ্যাপস এবং ডিজিটাল মাধ্যম গড়ে ওঠায় আস্তে আস্তে অবলুপ্তি ঘটে হাতে লেখা চিঠির । আর তারই সঙ্গে অবলুপ্তি ঘটে লেটারবক্সেরও ।

আরও পড়ুন :100 বছর ধরে বৃষ্টির জল সংরক্ষণ করে আসছে সিমলার IIAS

চিঠি হারানোর প্রধান কারণ সময়ের অভাব ৷ জঙ্গলমহলে চিঠি লেখার প্রবণতা হারিয়ে ফেলায় অনেকের বাড়ির সামনে থেকে সরিয়ে ফেলা হয়েছে লেটারবক্স । কিন্তু এখনও অনেকে নস্টালজিয়া কারণে ঝুলিয়ে রেখেছে লেটারবক্স । সরিয়ে ফেলতে বহুবার চেষ্টা করলেও বাপ-ঠাকুরদার আমলের সেই স্মৃতি তাঁরা সরাতে চাননি । ফলে জঙ্গলমহল মেদিনীপুর শহরের অলিগলিতে খুব অল্প হলেও কয়েকটি বাড়ির সামনে ঝুলছে লেটারবক্স ৷

গৃহবধূ অর্পিতা রায় নায়েক বলেন, "বিয়ে হয়ে আসার পর থেকে দেখে আসছি লেটারবক্স ঝুলে রয়েছে এই দেওয়ালে । এখনও বহু মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না ৷ তাঁরা এখনও লিখতে ভালবাসেন । তাঁদের জন্য অন্তত লেটার বক্স থাকলে ভাল হয় । চিঠি লেখার একটা আলাদা মাধুর্য রয়েছে । যা বর্তমানে ইন্টারনেট, ইমেল এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপের দাপটে হারিয়েছে ।"

আরও পড়ুন :India Tour By Bicycle : জল সংরক্ষণ ও গাছ বাঁচানোর বার্তা নিয়ে সাইকেলে ভারত ভ্রমণ যুবকের

আর এক শহরবাসী বিশ্বেশ্বর নায়েক নামে বলেন, "বাপ-ঠাকুরদার আমল থেকে এই লেটারবক্স । যে লেটারবক্স ব্যবহার করতেন ওয়ার্ডের বহু মানুষ । এখানে প্রয়োজনীয় চিঠিপত্র দিয়ে যেতেন পিয়ন । এই লেটারবক্স বহুবার খুলে নিয়ে যাবার চেষ্টা হয়েছে কিন্তু বাপ-ঠাকুরদার এই নস্টালজিয়ার বক্স আমরা খুলতে দিইনি । চিঠি আসে না, কিন্তু ঝুলিয়ে রেখেছি স্মৃতি বহনের জন্য ।"

তবে এই বিষয়ে মেদিনীপুর পোস্ট অফিসের সিনিয়র পোস্টমাস্টার রতিকান্ত সোয়াইন বলেন, "ব্য়ক্তিগত চিঠি লেখার প্রবণতা মানুষ হারিয়েছে এটা ঠিক । কারণ সেই জায়গায় দখল নিয়েছে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মাধ্যম । তবে সরকারি কাজের ক্ষেত্রে চিঠি লেখার গুরুত্ব এখনও রয়েছে, কিন্তু লেটারবক্স কমেছে জঙ্গলমহলে ।"

ABOUT THE AUTHOR

...view details