পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেদিনীপুরে কৃষি বিলের বিরোধিতায় মোদির কুশপুতুল পোড়াল বামেরা - Leftfront suppoorters burnt kushputul of prime minister

কৃষিবিলের বিরোধিতায় রাস্তায় নামল বামেরা । আজ মেদিনীপুর শহরে মিছিল করে তারা প্রতিবাদ জানায় । মিছিল শেষে বটতলায় পোড়ানো হয় মোদির কুশপুতুল ।

opposition to agricultural bill
opposition to agricultural bill

By

Published : Sep 23, 2020, 11:20 PM IST

মেদিনীপুর, 23 সেপ্টেম্বর : কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে পথে নামল বামেরা । আজ CPI(M) ও ফরওয়ার্ড ব্লকের শতাধিক কর্মী ও সমর্থকরা মিছিল করে এই বিলের প্রতিবাদ জানায় । পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল ।

সংসদে বিরোধী দলের প্রতিবাদের মধ্যেই কেন্দ্র পাশ করে কৃষি বিল । বিরোধীদের অভিযোগ, চাষিদের ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে বললেও চাষিদের স্বার্থ রক্ষা করা হয়নি । চাষিদের একচ্ছত্র অধিকার খর্ব করা হয়েছে । এই অভিযোগ তুলে এবার রাস্তায় নামল বিরোধীরা । তাদের মধ্যে অন্যতম বামেরা । আজ মেদিনীপুর শহরে মিছিল করে তারা প্রতিবাদ জানায় । মিছিল শেষে বটতলায় পোড়ানো হয় মোদির কুশপুতুল ।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে কেন্দ্র প্রত্যাহার করুক কৃষি বিল যা চাষিদের স্বার্থ রক্ষা করে না । মিছিলে নেতৃত্ব দেন CPI(M)-এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কীর্তি দে বক্সী, স্বপন দাস, জয়ন্ত মজুমদার, কুন্দন গোপ, মৃণাল দাস, সুব্রত চক্রবর্তীসহ অন্য নেতৃত্ববৃন্দ ।

CPI(M)-র জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কীর্তি দে বক্সী বলেন, "কেন্দ্র কৃষকদের স্বার্থ রক্ষা করছে না । কৃষকদের অধিকার খর্ব করে কৃষি বিল সংসদে পাশ করিয়েছে । এর আমরা তীব্র প্রতিবাদ জানাই । গোটা দেশকে বেচতে চলেছে মোদি সরকার । এরপর কৃষকদের উপর আঘাত করতে বসেছে । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমাদের চলতে থাকবে ।"

ABOUT THE AUTHOR

...view details