মেদিনীপুর, 23 সেপ্টেম্বর : কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে পথে নামল বামেরা । আজ CPI(M) ও ফরওয়ার্ড ব্লকের শতাধিক কর্মী ও সমর্থকরা মিছিল করে এই বিলের প্রতিবাদ জানায় । পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল ।
সংসদে বিরোধী দলের প্রতিবাদের মধ্যেই কেন্দ্র পাশ করে কৃষি বিল । বিরোধীদের অভিযোগ, চাষিদের ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে বললেও চাষিদের স্বার্থ রক্ষা করা হয়নি । চাষিদের একচ্ছত্র অধিকার খর্ব করা হয়েছে । এই অভিযোগ তুলে এবার রাস্তায় নামল বিরোধীরা । তাদের মধ্যে অন্যতম বামেরা । আজ মেদিনীপুর শহরে মিছিল করে তারা প্রতিবাদ জানায় । মিছিল শেষে বটতলায় পোড়ানো হয় মোদির কুশপুতুল ।