পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Left campaigns with parody of Pushpa song: ফের প্যারোডি অস্ত্রে শান, পুষ্পার ও আন্টাভার তালে পৌরসভার প্রচারে বাম

ফের প্যারোডি অস্ত্রে শান দিয়ে দক্ষিণী ফিল্ম পুষ্পার জনপ্রিয় গান ও আন্টাভার তালে (Parody of Pushpa song O Antava) পৌরসভার প্রচার চালাচ্ছে বামেরা (Left campaigns with parody of Pushpa song) ৷

Bengal Civic Polls 2022
ফের প্যারোডি অস্ত্রে শান, পুষ্পার ও আন্টাভার তালে পৌরসভার প্রচারে বাম

By

Published : Feb 17, 2022, 2:21 PM IST

Updated : Feb 17, 2022, 4:57 PM IST

মেদিনীপুর, 17 ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের প্রচারকে সুরেলা করে তুলেছিল বিভিন্ন দলের প্যারোডি গান (Left campaigns with parody of Pushpa song) ৷ বেশ জনপ্রিয় হয়েছিল বামেদের 'টুম্পা সোনা' ৷ শাসকদলের বিজয়রথ রুখতে অপর বিরোধী বিজেপির প্যারোডি অস্ত্র ছিল 'পিসি যাও' ৷ বিরোধীদের প্যারোডির জবাব প্যারোডিতেই দিয়েছিল তৃণমূলও ৷ তাদের স্লোগান ছিল, 'খেলা হবে'৷ পৌরসভা নির্বাচনেও (Bengal civic polls 2022) সেই ধারা বয়ে আনল বামশিবির ৷ এ বার তারা প্যারোডি অস্ত্র (Parody of Pushpa song O Antava) তৈরিতে কাজে লাগিয়েছে দক্ষিণি জনপ্রিয় ছবি পুষ্পাকে ৷

সম্প্রতি তুমুল জনপ্রিয় হয়েছে দক্ষিণি সুপারস্টার অল্লু অর্জুনের ছবি পুষ্পা ৷ সেই ছবির হিট গানগুলির মধ্যে অন্যতম হল আইটেম সং ও আন্টাভা ৷ এ বার সেই গানেরই প্যারোডি বানিয়ে প্রচারে নামল বামেরা ৷ শাসক দলকে কটাক্ষ করে তৈরি হয়েছে গানের স্লোগান, "এইবার বামফ্রন্ট, অশোকনগরে বামফ্রন্ট ৷" গানেই দাবি করা হয়েছে যে, এই বার লাল পতাকা ফিরছে ৷ অনুন্নয়ন, কাটমানি, বেহাল রাস্তা - এমনই নানা বিষয়ক তুলে ধরে প্যারোডিতেই শাসক তৃণমূলকে বিঁধেছে বামেরা ৷

ফের প্যারোডি অস্ত্রে শান, পুষ্পার ও আন্টাভার তালে পৌরসভার প্রচারে বাম

আরও পড়ুন:Left Front Result in Bengal Civic Polls : শিলিগুড়িতে হারলেও চার পৌরনিগমে ভোট বৃদ্ধিই বাম শিবিরে আশার আলো

গত বিধানসভা নির্বাচনের প্রচারেও দেখা গিয়েছিল এই প্যারোডির ট্রেন্ড ৷ সোশ্যাল মিডিয়া নির্ভর আধুনিক সমাজকে কাছে টানতে এই উপায়কে কাজে লাগাতে চেয়েছিল সব রাজনৈতিক দল ৷ সেই লড়াইয়ে কিছুটা হলেও অন্যান্যদের থেকে এগিয়ে ছিল বামেরা ৷ তবে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে বিশেষ প্রভাব ফেলতে পারেনি তাদের প্যারোডি ৷ কংগ্রেস-সহ একাধিক দলের সঙ্গে সংযুক্ত মোর্চা গঠন করে 294টি ভোটে লড়লেও বিধানসভা আসনের মধ্যে বামেদের ভাগ্যে জোটেনি একটিও । তবে ডিজিটাল মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করে বামেদের প্যারোডি ৷ প্রশংসিত হয়েছে তাদের লেখনিও ৷

পৌরসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে আবারও সেই প্যারোডিকেই হাতিয়ার করল বামশিবির ৷ এ বার তাদের এই অস্ত্র কার্যকরী হয় কি না, তা বোঝা যাবে ফলপ্রকাশের দিন ৷

আরও পড়ুন:Bengal Civic Polls 2022 : 2 মার্চ 108 পৌরসভার ভোট গণনা

Last Updated : Feb 17, 2022, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details