মেদিনীপুর, 31 অক্টোবর : জায়গা নিয়ে বিবাদের জেরে ঠিকানা বদল কালীপুজোর ৷ পশ্চিম মেদিনীপুরের প্রাচীন বারোয়ারি কালীপুজোগুলির মধ্যে অন্যতম মানিকপুরের গোলঞ্চতলা মাঠের 22 ফুটের কালীপুজো ৷ লোকমুখে যা মোটা কালীর পুজো নামেই পরিচিত ৷ দীর্ঘদিন ধরেই এলাকার একটি মাঠে এই পুজো হয় ৷ পুজো উপলক্ষে মেলাও বসে ৷ কিন্তু, এবার ওই জমির মালিক বেঁকে বসায় পুজোর আয়োজন করতে হচ্ছে রাস্তায় ৷
আরও পড়ুন :Kali Puja : মায়ের স্বপ্নাদেশে মন্দির প্রতিষ্ঠা, তিনশো বছরের ঐতিহ্যশালী বাঁকুড়ার হটনগর কালী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটা কালীর পুজো শুরু করেছিলেন এলাকার কুস্তিগীররা ৷ সেই সময় কুস্তিগীরদের চেহারা ও স্বাস্থ্যের সঙ্গে সাযুজ্য রেখেই কালী প্রতিমা তৈরি করা হত ৷ সেই প্রথা আজও অব্যাহত ৷ বর্তমানে কুস্তিগীরদের বংশধররাই এই পুজো পরিচালনার দায়িত্বে রয়েছেন ৷ কিন্তু, সম্প্রতি পুজোর মাঠ নিয়ে সমস্যা শুরু হয় ৷ মাঠের মালিক জানিয়ে দেন, তিনি আর সেখানে পুজো করতে দেবেন না ৷ আগে ঠিক হয়েছিল, বছরের মধ্যে 11 মাস মাঠ ব্যবহার করবে মালিকপক্ষ ৷ আর কালীপুজোর সময় একমাসের জন্য স্থানীয় ক্লাবকে মাঠ ব্যবহার করতে দেওয়া হবে ৷ কিন্তু, এখন আর সেই শর্ত মানতে রাজি নয় মালিকপক্ষ ৷ বিষয়টি ইতিমধ্যেই আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ ফলে এবছর রাস্তার একপাশেই পুজোর আয়োজন করা হচ্ছে ৷