চন্দ্রকোণা, 20 ই নভেম্বর :বর্তমান সময়ে পুরুষদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই মহিলারা ৷ পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে বাইরে কাজ করছেন, চাকরি করছেন মহিলারা ৷ ছকভাঙা পথে এগিয়ে চলেছেন তাঁরা ৷ ব্যাতিক্রমী পথে ধরেই মহিলা হয়েও বাস কন্ডাক্টরির কাজ বেছে নিয়েছেন চন্দ্রকোণার (chandrakona) সাগরিকা পল্লবী ৷ রসায়নের স্নাতক সাগরিকা শিক্ষিত হয়েও কাঁধে তুলে নিয়েছেন বাস কন্ডাক্টরের (Bus Conductor) ব্যাগ। সাগরিকার এই কাজকে কুর্নিশ জানাচ্ছেন পরিবহণ কর্মী-সহ সাধারণ মানুষ।
প্রায় এক বছর হল স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একটি বাস কিনে পরিবহণ ব্যবসা শুরু করেছেন সাগরিকা। বাসটি চন্দ্রকোণা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত চলে। তাঁর এই কাজে সাহায্য করেন তাঁর স্বামীও । প্রায় 9 মাস ধরে এই বাসেই কন্ডাক্টরি করছেন সাগরিকা ৷
রসায়নের স্নাতক সাগরিকা আজ বাস কন্ডাক্টর! কুড়োচ্ছেন প্রশংসা আরও পড়ুন : Kachagolla of Bangaon: মুখ্যমন্ত্রীর মুখে প্রশংসা, চাহিদা তুঙ্গে বনগাঁর কাঁচাগোল্লার
সাগরিকার দাবি প্রথম দিকে তার এই কাজ মেনে নিতে পারেননি তাঁর অনেক আত্মীয়-পরিজন। কিন্তু মানসিক জোর নিয়ে শত বাধা উপেক্ষা করে কাঁধে ব্যাগ নিয়ে এভাবেই এগিয়ে চলেছেন সাগরিকা। প্রতিদিন ভোর তিনটেয় ঘুম থেকে উঠে তৈরি হয়ে ব্যাগ নিয়ে পাঁচটার মধ্যে তিনি পৌঁছে যান চন্দ্রকোণা টাউন কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে। এরপর ভোর 5.15 নাগাদ তাঁর গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। একে একে যাত্রী উঠতে থাকেন তাঁর গাড়িতে । শুরু হয় সাগরিকার কাজ । টিকিট কাটতে করতে ব্যাস্ত হয়ে পড়েন সাগরিকা। এইভাবে দূরপাল্লার গাড়িতে কন্ডাক্টরের কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন এই মহিলা । সাগরিকার দাবি পড়াশোনা করেও চাকরি না মেলায় এই পরিবহণ ব্যবসা বেছে নিয়েছেন তিনি।
সাগরিকার এই পেশা বেছে নেওয়াকে স্বাগত জানিয়েছে তৃণমূলের স্থানীয় শ্রমিক সংগঠন ৷ নেতৃত্বের আশা সাগরিকার মতো আরও মহিলারা এগিয়ে আসবেন এই পেশায় ৷