শালবনি, 26 মে : শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রামে কুড়মিদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা ৷ ঘটনার জেরে মাঝপথে বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় অভিষেকের গাড়ি ৷ বিক্ষোভকারীরা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচও ভেঙে দেয় বলে অভিযোগ ৷ এই ঘটনার পর প্রশ্ন উঠে গিয়েছে অভিষেকের নিরাপত্তা নিয়ে ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে কর্মসূচি রয়েছে অভিষেকের ৷ সেখানেও বিক্ষোভ দেখানোর কথা কুড়মিদের ৷
তবে শুক্রবারের ঘটনা প্রসঙ্গে কুড়মিদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যারা ভাঙচুর করেছে তারা ঘাঘর ঘরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে যুক্ত নয় ৷ এটা প্রশাসনের ব্যর্থতা ৷ আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে এই সমাজের মানুষরা নির্দিষ্ট পয়েন্টে থেকেই তাকে ঘাগর ঘেরাও কর্মসূচি পালন করছিল কিন্তু তারপরও পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল তা বলতে পারব না । এটা সম্পূর্ণভাবে পুলিশের ব্যর্থতা এবং পুলিশই এটাকে অন্যদিকে চালনা করেছে ।"