খড়গপুর, 5 জানুয়ারি : রাজ্য বিজেপি'র অস্বস্তি আরও বাড়িয়ে এবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee quits BJP WhatsApp Group) ৷ এবিষয়ে হিরণ জানিয়েছেন, "আমি কয়েকটি গ্রুপ ছেড়েছি ৷ কিন্তু এখনও বিজেপি ছাড়িনি । বঙ্গ বিজেপি আমাকে গুরুত্বহীন করে রেখেছে ৷ গত সাত মাসে দলের সংগঠনের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি ৷ আমি আমার মতো খড়গপুরে কাজ করে চলেছি ৷"
2021 রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি'র টিকিটে খড়গপুর থেকে জিতেছেন হিরণ ৷ তাঁর হয়ে প্রচারে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হঠাৎ তাঁর এই দলীয় গ্রুপ ত্যাগের ঘটনায় তাই জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে ৷