পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hiran Chatterjee quits BJP WhatsApp Group : বিজেপি'তে জারি বিদ্রোহ, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ

বিজেপি'র অন্দরে জারি হোয়াটসঅ্যাপ বিদ্রোহ ৷ এবার গ্রুপ ছাড়লেন খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ (Hiran Chatterjee lefts BJP WhatsApp Group) ৷

Hiran Chatterjee quits BJP WhatsApp Group
বিজেপি'তে জারি বিদ্রোহ, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ

By

Published : Jan 5, 2022, 12:16 PM IST

Updated : Jan 5, 2022, 1:20 PM IST

খড়গপুর, 5 জানুয়ারি : রাজ্য বিজেপি'র অস্বস্তি আরও বাড়িয়ে এবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee quits BJP WhatsApp Group) ৷ এবিষয়ে হিরণ জানিয়েছেন, "আমি কয়েকটি গ্রুপ ছেড়েছি ৷ কিন্তু এখনও বিজেপি ছাড়িনি । বঙ্গ বিজেপি আমাকে গুরুত্বহীন করে রেখেছে ৷ গত সাত মাসে দলের সংগঠনের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি ৷ আমি আমার মতো খড়গপুরে কাজ করে চলেছি ৷"

বিজেপি'তে জারি বিদ্রোহ, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ

2021 রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি'র টিকিটে খড়গপুর থেকে জিতেছেন হিরণ ৷ তাঁর হয়ে প্রচারে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হঠাৎ তাঁর এই দলীয় গ্রুপ ত্যাগের ঘটনায় তাই জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে ৷

আরও পড়ুন : এবার বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর

উল্লেখ্য, রাজ্য বিজেপি'তে গত কয়েকদিন ধরেই অব্যাহত হোয়াটসঅ্যাপ বিদ্রোহ ৷ দু'দিন আগেই গ্রুপ ত্যাগ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর৷ দলের নয়া রাজ্য কমিটি গঠিত হওয়ার পর এর আগে বিজেপি'র হোয়াটসঅ্য়াপ গ্রুপ ছেড়েছেন দলের 5 মতুয়া সম্প্রদায়ের বিধায়ক ও বাঁকুড়ার 4 বিধায়ক ৷ বারাসতের 2 বিজেপি নেতাও ইতিমধ্য়েই একই পথে হেঁটেছেন ৷

Last Updated : Jan 5, 2022, 1:20 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details