খড়গপুর, 4 নভেম্বর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন প্রেমিক । এমনটাই অভিযোগ করেছিলেন এক তরুণী । সমস্ত সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে নিজের পার্টি অফিসে ডেকে পাঠান কাউন্সিলর । সেখানেই উপস্থিত হন অভিযুক্ত প্রেমিক এবং আরেক যুবক । তরুণীর বিস্ফোরক অভিযোগ, কাউন্সিলর-সহ ওই দু'জন মিলে তাঁকে ধর্ষণ করে । এমনকী ঘটনার কথা কেউ জানলে, 'খুন করে লাশ গুম করে দেওয়ার'ও হুমকি দিয়েছে কাউন্সিলর । ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার রেলশহর খড়গপুরে ।
জানা গিয়েছে, 32নং ওয়ার্ডের অভিযুক্ত ওই কাউন্সিলেরের নাম মুকেশ হুমনে । মাস তিনেক আগেই নির্যাতিতা তরুণী'র সঙ্গে এই ভয়াবহ ঘটনা ঘটে গেলেও, আতঙ্কে তিনি মুখ খোলেননি । এমনকি খড়গপুর ছোটো আইমায় নিজের বাড়ি থেকেও বেরোতেন না । শেষপর্যন্ত বিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে স্বামী'কে হারান ওই তরুণী । বর্তমানে বাপের বাড়িতে থাকেন তিনি । সেখানেই তাঁর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করে ওই যুবক । অন্যদিকে বিজেপি থেকে জিতে তৃণমূলে আসা কাউন্সিলর মুকেশ হুমনে এই ঘটনার কথা জানতে পেরে মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় । গত 25 জুলাই দুপুরে পার্টি অফিসে ডেকে পাঠানো হয় তাদের ।