পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"বাঘ ফিরে এসেছে", খড়্গপুরে মদনের পোস্টার - 'টাইগার ইন ব্যাক' পোষ্টারে ছয়লাপ খড়্গপুর

নেতাইয়ের জনসভার পর বিকেলের দিকে খড়্গপুর শহরে ছেয়ে যায় মদন মিত্রের পোস্টার ৷ এর জেরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে পৌঁছায় ৷ কে বা কারা পোস্টার টাঙিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর চাপানউতোর ৷

এই পোষ্টারে ঢেকেছে খড়্গপুর
এই পোষ্টারে ঢেকেছে খড়্গপুর

By

Published : Jan 8, 2021, 1:11 PM IST

খড়্গপুর , 8 জানুয়ারি : দলে ক্রমশ সক্রিয় হচ্ছেন । বুঝিয়েছেন তিনি । এবার তাঁর নামে পোস্টারও যেন সেটাই বুঝিয়ে দিল । বাঘ ফিরে এসেছে । খড়্গপুরে এমনই পোস্টার পড়ল প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্রর ৷ কোনও পোস্টারে লেখা 'টাইগার ইন ব্যাক' আবার কোনও পোস্টারে লেখা 'জয়গুরু অ্যাকশন শুরু' ৷

গতকাল নেতাইয়ের সভা থেকে আগামী বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার ডাক দেন তিনি ৷ পাশাপাশি যাঁরা তৃণমূল ত্যাগ করেছেন, তাঁদের প্রত্যেকের সমালোচনা করেন ৷ তাঁর ভাষণে উজ্জীবিত হয়ে পড়ে ব্যাক ফুটে যাওয়া জঙ্গল মহলের তৃণমূল কর্মীরা ৷ নেতাইয়ের সভার পরে বিকেলের দিকে পোস্টারে ছেয়ে যায় খড়্গপুর শহর ৷ কে বা কারা পোস্টার টাঙিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর চাপানউতোর ৷

খড়্গপুরের বিভিন্ন জায়গায় মদন মিত্রের পোস্টার

প্রসঙ্গত, নেতাইয়ে শহিদ স্মরণ সভা থেকে শুভেন্দু অধিকারীকে 'বেইমান মীরজাফর' বলে কটাক্ষ করেন মদন মিত্র ৷ তীব্র সমালোচনা করে বলেন , "সত্যবাদী যুধিষ্ঠিরকেও নরক দেখতে হয়েছিল । তার কারণ একটাই , অশ্বত্থমা রণে হত ইতি গজ বলেছিলেন । অর্থাৎ একটু মিথ্যে বলেছিলেন। আজকে লালগড়ের মাটিতে দাঁড়িয়ে আমি মদন মিত্র , এই পবিত্র মঞ্চ থেকে বলছি শুভেন্দু অধিকারীর নরকেও জায়গা হবে না , দেখা তো দূরের কথা । তার কারণ উনি বলেছেন নেতাই নন্দীগ্রামের জন্যে মমতা আসেননি , এসেছিল না কি ভারতীয় জনতা পার্টি এবং তাদের নেতৃত্ব । "

ABOUT THE AUTHOR

...view details