পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খড়গপুর আইআইটিতে পরিচারিকা থেকে সবজি বিক্রেতা, সবাইকে ভ্যাকসিন - খড়গপুর আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন

আইআইটি ক্যাম্পাসে আসা পরিচারিকা, সবজি বিক্রেতা থেকে শুরু করে যাঁদের ভ্যাকসিন কেনার ক্ষমতা নেই, তাঁদের সবার জন্য ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করল আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন ৷ এখানে অনেকেই বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন ৷ সেই টাকাও খরচ হচ্ছে অ্যাসোসিয়েশনের ফান্ড থেকে ৷

;লছে ভ্যাকসিনেশন
;লছে ভ্যাকসিনেশন

By

Published : Jun 7, 2021, 3:27 PM IST

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর) 7 জুন : মানবিকতার নজির গড়ল খড়গপুর আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন । ভ্যাকসিনেশনের কাজ শুরু করল আইআইটি চত্বরে । শিক্ষক ছাড়াও অঞ্চলের পরিচারিকা থেকে সবজি বিক্রেতা, সবাইকে ভ্যাকসিন দেওয়া হল বিনামূল্যে। করোনা মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আইআইটি খড়্গপুরের টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ।

ক্যাম্পাসের উপর নির্ভরশীল পরিচারিকা, নিরাপত্তা কর্মী থেকে শুরু সবজি ও মাছ ব্যবসায়ী, ক্যান্টিন কর্মী, প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নিম্নআয়ের বহিরাগতদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হল ৷ মূলত আইআইটি খড়্গপুরের প্রায় 700 জন অধ্যাপক-অধ্যাপিকা মিলিতভাবে ক্যাম্পাসের প্রায় 2500 জনের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন । এর মধ্যে প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল প্রায় 300 জনের সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিনেশনের দায়িত্ব নিয়েছে এখানকার শিক্ষক সংগঠন । এর সব খরচ মূলত শিক্ষক সংগঠন করছে । আইআইটি জিমখানাতে এই ভ্যাকসিনেশন কর্মসূচি গত শুক্রবার থেকে শুরু হয়েছে ৷ দৈনিক প্রায় 700 জনের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে।

আইআইটি ক্যাম্পাসে ভ্যাকসিনেশন ক্যাম্প

আরও পড়ুন : করোনায় আক্রান্ত একই হোমের 23 জন কিশোর

আইআইটি খড়্গপুরের অধ্যাপক-অধ্যাপিকাদের সংগঠন আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে অধ্যাপক ইন্দ্রজিৎ দুবে বলেন, "ক্যাম্পাসের সঙ্গে জড়িত যাঁরা এখনও ভ্যাকসিন পাননি, তাঁদের সকলের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে । অধ্যাপক-অধ্যাপিকা রিসার্চ স্কলার থেকে আইআইটি ভেতরে থাকা রিকশাচালক, ব্যবসায়ী সকলকেই এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে । অধ্যাপক-অধ্যাপিকারা মনে করেছেন, ক্যাম্পাসের সকলের ভ্যাকসিনেশন হয়ে গেলে ক্যাম্পাসে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে । ক্যাম্পাসের সঙ্গে জড়িত অনেকেরই ভ্যাকসিন কেনার সামর্থ্য নেই, তাই তাঁদের বিনামূল্যে ভ্যাকসিনেশনের এই উদ্যোগ ।"

বৃহৎ এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করোনা মুক্ত আইআইটি ক্যাম্পাস গড়ে তুলে এর আকর্ষণীয় ও মনোগ্রাহী পরিবেশের সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে বলে তাঁদের অভিমত।

ABOUT THE AUTHOR

...view details