খড়্গপুর, 4 মে : ব্যবসা বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোর্স চালু করতে চলল খড়্গপুর আইআইটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয় (Kharagpur IIT-Virginia Tech Online Course)। এই অনলাইন কোর্সে বিশ্বের 100 জন বাছাই করা ছাত্রকে নেওয়া হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে । দীর্ঘমেয়াদী মামলা সমাধানে এই কোর্স অনেকখানি সুবিধা দেবে বলে মত আইআইটি কর্তৃপক্ষের ।
দুই দেশের দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ব্যবসায়িক বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ের উপর একটি অনলাইন সার্টিফিকেশন কোর্সের আয়োজন করা হচ্ছে । এই কোর্সটি 2022 সালের 30 মে থেকে 2023 সালের 7 জানুয়ারি পর্যন্ত চলবে ৷ এই কোর্সে সারা বিশ্বের ছাত্র এবং শিল্পনির্বাহী উভয়ই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন ৷ বিশ্বজুড়ে প্রায় 100 জন আবেদনকারীকে তাঁদের কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নেওয়া হবে । প্রতিদিন 2.5 কুইন্টিলিয়ন বাইট হারে উৎপাদিত ডেটার বুদ্ধিমত্তা গণনা এবং ব্যাখ্যার চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য় এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে । এই সার্টিফিকেট প্রোগ্রাম আজকের বাজারের জন্য বিশ্লেষণাত্মক প্রতিভা প্রস্তুত করবে, যা ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তার প্রয়োগগুলি বুঝতে সক্ষম ৷