কেশপুর, (পশ্চিম মেদিনীপুর), 11 সেপ্টেম্বর: অভিযোগ পেয়ে রেলের ভুয়ো ই-টিকিটের (Rail fake e ticket) বিরুদ্ধে যৌথ অভিযান রেল ও রাজ্য পুলিশের ৷ আর এই অভিযানে এক যুবককে গ্রেফতার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর পীতম্বর চক থেকে ৷ তাঁর কাছ থেকে 33টি ভুয়ো ই-টিকিট ও 31টি ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷
সূত্র মারফত খবর পেয়ে রেল পুলিশ ও কেশপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে রেলের জাল ই-টিকিট চক্রের পর্দা ফাঁস করেছে ৷ ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে রেলে ভুয়ো ই-টিকিটের কারবার চালানো হচ্ছে, এমনই অভিযোগ পেয়ে রেল পুলিশ সজাগ হয় এবং তাদের বিভিন্ন সূত্রগুলিকে সজাগ করে দেয় ৷ পরিপ্রেক্ষিতে গোপন সূত্র মারফত খবর পেয়ে কেশপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে রেল ও কেশপুর পুলিশের যৌথ দল ৷ ধৃতের কাছ থেকে 33টি ভুয়ো ই-টিকিট, 31টি ভুয়ো পরিচয়পত্র, কম্পিউটার, প্রিন্টার ও নগদ দেড় হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ উদ্ধার হওয়া ভুয়ো টিকিটগুলি ব্যবহার করা হলে, রেলের 70 হাজার টাকার ক্ষতি হত বলে অভিযোগ ৷