কেশিয়াড়ি, 21 জুন :নীল-সাদা রংয়ের ঝাঁ চকচকে দোতলা বিল্ডিং । বিশাল বিল্ডিংয়ের গায়ে লেখা, সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দফতর । 2016 সালের 3 নভেম্বর এক অনুষ্ঠানে এই মার্কেটিং কাম ট্রেনিং সেন্টারের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী । ফলপ্রসূ, বছর ঘুরতে না ঘুরতেই গড়ে ওঠে দোতলা বিল্ডিং, কর্মতীর্থ । তাই এখন কার্যত ভূতুড়ে বাড়ির চেহারা নিয়েছে (Keshiary Karmatirtha got close due to mismanagement) ৷
জানা গিয়েছে, ব্যবসা ও যাবতীয় কাজের জন্য লটারি করে স্টল বিলি করা হয়েছিল । কিন্তু দীর্ঘদিন কোনও এক কারণে তা চালু করা যায়নি । সেন্টারটি গড়ে তোলার ক্ষেত্রে জায়গা নির্বাচন নিয়েও এলাকাবাসীর মধ্যে ক্ষোভও রয়েছে । বাজার এলাকা থেকে কমপক্ষে প্রায় দু'কিলোমিটার দূরে মাঠের মাঝখানে ফাঁকা এলাকায় অবস্থিত মার্কেটিং কাম ট্রেনিং সেন্টারটি । নিরাপত্তা রক্ষীহীন কর্মতীর্থ এখন ভাঙাচোরা ঘর মাত্র ।