মেদিনীপুর 13 এপ্রিল: পিংলায় বিশেষভাবে সক্ষম যুবতী নির্যাতনের ঘটনায় জঙ্গলমহলে প্রতিবাদ জানালো রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী ৷ নেতৃত্ব দিলেন সম্মেলনীর সর্বভারতীয় নেতা তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্য়ায় (Pingla rape Protest) । এদিন তিনি অভিযোগ জানাতে এসে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।
বিশেষভাবে সক্ষম যুবতী নির্যাতনের প্রতিবাদ জানাতে এবং পুলিশ সুপারের কাছে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরতেই এদিন মেদিনীপুরে ছুটে আসেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্য়ায় । তিনি এদিন বিশেষভাবে সক্ষমদের নিয়ে মেদিনীপুরে বিক্ষোভ মিছিলের পাশাপাশি পুলিশ সুপার দফতরেও যান ৷ সেখানে গিয়ে নিজের ক্ষোভ এবং অভিযোগ জানান ৷
সোমবার রাতে বিশেষভাবে সক্ষম এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত অভিজিত মণ্ডলের বিরুদ্ধে । নির্যাতিতার পরিবারের অভিযোগ, সোমবার রাতে সালিশি সভা ডেকে এই ঘটনার গ্রামেই গোটা বিষয়টি মিটিয়ে নেওয়ার তার জন্য চাপ সৃষ্টি করা হয় নির্যাতিতার পরিবারের ওপর । ঘটনাস্থলে পুলিশ দাঁড়িয়ে থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভযোগ। এরপর মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরীক্ষা করানোর পর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ইমেল মারফত অভিযোগ দায়ের করা হয়।
যদিও তৃণমূল বিধায়ক অজিত মাইতি জানিয়েছিলেন, রাজনৈতিক রং না দেখে সমগ্র ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে পুলিশকে। তবে তিনি এও বলেন বিজেপি এই গোটা ঘটনায় রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, গোটা ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস জানিয়েছিলেন, এই ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে । ধর্ষণের বাংলায় কোন মহিলাই আজ নিরাপদ নয়। পুলিশ নিরপেক্ষ তদন্ত না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে । এদিন অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলা হয়, কোর্টে নিয়ে আসা হয় নির্যাতিতাকে । অপরদিকে, এদিন প্রতিবন্ধী সম্মিলনীর পক্ষ থেকে বিশেষভাবে সক্ষমদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ এরপরই পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হন তাঁরা। যদিও এদিন পুলিশ সুপার না থাকায় তার পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে তারা অভিযোগ জমা দেন ৷
পিংলায় আক্রান্তের ঘটনায় ক্ষোভ কান্তি গঙ্গোপাধ্য়ায়ের আরও পড়ুন : বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, কাঠগড়ায় পুলিশও
এদিন কান্তি গঙ্গোপাধ্য়ায় বলেন, "শুধু পিংলা জঙ্গলমহল নয়, গোটা রাজ্য জুড়ে এ ধরনের ঘটনা ঘটে চলছে। প্রতিদিনই এই নির্যাতনের ঘটনা বেড়েই চলছে।যেখানে প্রশাসনের কিছু অংশ মেরুদন্ডহীন যার ফলে রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে নিজেদের প্রভাব খাটিয়ে নিচ্ছে । বর্তমানে তারা শাসকদলের হয়ে কাজ করছে এবং যার ফলে নির্যাতিতারা সঠিক বিচার পাচ্ছেন না।"
এছাড়াও তিনি বলেন, "এই নিরীহ নির্যাতিতারা পুলিশের দ্বারস্থ হয়ে বিচার না পাওয়ায় তারা কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং বারবার হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে এই নির্যাতিতাদের পাশে থাকার জন্য। আমরা এখানে কোনও গন্ডগোল করতে আসিনি। তবে আমরা পুলিশকে সতর্ক ও সচেতন করতে এবং অভিযোগ জানাতে এসেছি তারা যেন সক্রিয়ভাবে কাজ করে, যেন এইসব ঘটনার জন্য দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি দেওয়া হয় ৷"