পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জুন মালিয়ার রাম মন্দির উদ্বোধন তৃণমূলের 'ডাবল স্ট্যান্ডার্ড পলিসি', কটাক্ষ দিলীপের - জুন মালিয়া

June Malia's Ram Mandir Inauguration: জুন মালিয়ার রাম মন্দির উদ্বোধনকে তৃণমূলের ডাবল স্ট্যান্ডার্ড পলিসি বলে নিশানা করলেন দিলীপ ঘোষ ৷ পালটা মেদিনীপুরের বিধায়কের জবাব, রাম কারও একার নয় ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 9:04 PM IST

মেদিনীপুরের রাম মন্দির উদ্বোধন ঘিরে দিলীপ ঘোষ এবং জুন মালিয়া তরজা তুঙ্গে

মেদিনীপুর, 15 জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে নেই ৷ অথচ রাজ্যে রাম মন্দির উদ্বোধন করছেন তৃণমূলের বিধায়ক ৷ কেন এই দ্বিচারিতা ? সোমবার মেদিনীপুরে কংসাবতী নদীর পাড়ে বিধায়ক জুন মালিয়ার রাম মন্দিরের উদ্বোধন করেছেন ৷ তা নিয়েই তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার বা 'ডাবল স্ট্যান্ডার্ড পলিসি' নেওয়ার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷ রাম কারও একার নয়, পালটা জবাবও দিলেন মেদিনীপুরের বিধায়ক ৷

22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা ৷ যেখানে অন্য বিরোধী দলগুলির পাশাপাশি তৃণমূলের তরফেও কেউ থাকবেন না ৷ তৃণমূলের এই অবস্থানের ঠিক উলটো ছবি দেখা গিয়েছে মেদিনীপুরে ৷ মকর সংক্রান্তিতে কংসাবতী নদীর তীরে তৈরি হওয়া রাম মন্দিরের উদ্বোধন করলেন বিধায়ক জুন মালিয়া ৷ এ নিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, "রাম মন্দিরের উদ্বোধন করছেন ভালো কথা ৷ উনি এখানে রাম মন্দির উদ্বোধন করছেন, আর ওঁর দল তো অযোধ্যার রাম মন্দিরর বিরুদ্ধে ৷ শাসকদলের এই 'ডাবল স্ট্যান্ডার্ড পলিসি' কেন ? অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে গেলে সংখ্যালঘু ভোট চলে যাবে তাই ভয় পাচ্ছেন। আর মেদিনীপুরের হিন্দু ভোট পেতে এখানে পুজো হচ্ছে ৷ আমি বলব, দেশের অধিকাংশ মুসলিম চায় রাম মন্দির হোক ৷ আর যাঁরা রামের বিরোধিতা করেছিলেন তাঁদের সঙ্গে কী হয়েছিল সেটা সবাই জানে !"

দিলীপ ঘোষের এই বক্তব্যের পালটা জবাব দিয়েছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ৷ তিনি বলেন, "রাম দিলীপদার একার নয় ৷ এখানে অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে কোনও সম্পর্ক নেই ৷ হতে পারে দু’টোই একই মাসে উদ্বোধন হচ্ছে ৷ আর এখানকার রামমন্দির অনেক দিনের ৷ সরকারি প্রকল্পের জন্য পুরনো মন্দির ভাঙা পড়েছিল ৷ নিয়ম অনুযায়ী, প্রকল্প শেষে আবার সেই মন্দির নতুন করে গড়ে দেওয়া হয়েছে ৷ আর আজকে মকর সংক্রান্তির পবিত্র দিনে আমি এবং বাকিরা মিলে এই মন্দিরের পুজো দিয়ে উদ্বোধন করা হল ৷ এই মন্দিরটা সম্পর্কে উনি (দিলীপ ঘোষ) জানতেনই না ৷"

আরও পড়ুন:

  1. নিজের নাম প্রচারে ধর্মগ্রন্থের নিয়ম না মানাটা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ, মোদিকে নিশানা পুরীর শংকরাচার্যের
  2. প্রাণ প্রতিষ্ঠার দিন রামের পোশাক কেমন হবে ? তুলে ধরল ইটিভি ভারত
  3. বাড়ি থেকে বেরোলেই রাম দর্শন, কয়েক কোটি টাকা ব্যয়ে অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ

ABOUT THE AUTHOR

...view details