মেদিনীপুর, 30 অক্টোবর: ছটপুজোর অনুষ্ঠানে বিপত্তি কংসাবতী নদীর ঘাটে । রবিবার মেদিনীপুর পৌরসভার (Medinipur Municipality) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ অতিথি সমেত ভেঙে পড়ল । মঞ্চে তখন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া-সহ জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান-সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ (June Malia at Chhath Puja Programme)৷
জেলাশাসক বক্তব্য রাখার সময়ই হঠাৎ মঞ্চের একদিক ভেঙে গিয়ে হেলে পড়ে ৷ তা দেখামাত্রই তড়িঘড়ি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জুন মালিয়া, জেলাশাসক আয়েশা রানি এবং পুলিশ সুপারকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান । সরিয়ে নেওয়া হয় কাউন্সিলরদেরও ৷ মঞ্চ ভাঙার খবর পেয়ে তখন সেখানে ভিড় জমে যায় ৷ সকলেই হাতে করে তা ঠিক রাখার চেষ্টা করেন ৷