পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে রাজ্যপাল, এলেন না শিক্ষামন্ত্রী - Education

176 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আচার্যের উপস্থিতিতে ৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি ভূয়সী প্রশংসা করলেন ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের ৷

বক্তব্য রাখতে গিয়ে তিনি ভূয়সী প্রশংসা করলেন ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের ৷

By

Published : Sep 29, 2019, 6:08 PM IST

মেদিনীপুর, 29 সেপ্টেম্বর : 21তম সমাবর্তনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ 176 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তাঁর উপস্থিতিতে ৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি ভূয়সী প্রশংসা করলেন ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের ৷

পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হল এ বছরের 21তম সমাবর্তন অনুষ্ঠান ৷ এই সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী , বিশ্বভারতীর অধ্যক্ষ রজতকান্ত রায় প্রমুখ ৷ উল্লেখযোগ্য, সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম কার্ডে থাকলেও শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ৷

বক্তব্য রাখতে গিয়ে তিনি ভূয়সী প্রশংসা করলেন ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের ৷

আজ প্রথম থেকেই ছাত্র-ছাত্রীদের প্রতি হাতজোড় করে শুভেচ্ছা বিনিময় করেন রাজ্যপাল ৷ রাজ্যপাল তাঁর বক্তব্যে গান্ধিজির অবদানের কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, আচার্য হিসেবে এখানে এসে যথেষ্ট গর্ব অনুভব করছেন ৷ তাঁর খুব ভালো লাগছে এই রাজ্যে এসে ৷ তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি গর্ব অনুভব করেন এরকম বিশ্ববিদ্যালয় এবং এমন পড়ুয়াদের জন্য ৷ পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেন ৷

ABOUT THE AUTHOR

...view details