চন্দ্রকোনা, 17 জুন: সিপিএম ও আইএসএফ প্রার্থীর মনোনয়ন তুলে নেওয়ার জন্য রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে । এই ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কৃষ্ণপুরে । পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে ৷ তবে পুলিশের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে বিরোধীদের ।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-2 ব্লকের ভগবন্তপুর-1 গ্রাম পঞ্চায়েতে আইএসএফ প্রার্থী দিয়েছে 6টি ও সিপিএম প্রার্থী দিয়েছে 3টি আসনে । পঞ্চায়েত সমিতিতে আইএসএফ দিয়েছে 1টি ও সিপিএম 1টি মনোনয়ন । সিপিএম ও আইএসএফ প্রার্থীদের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পরেই তা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল ৷ হুমকি দেওয়া হচ্ছে ৷ ওই এলাকার কৃষ্ণপুর-সহ বেশ কয়েকটি এলাকায় এই ধরনের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ।
আইএসএফ ও সিপিএম প্রার্থীদের আরও অভিযোগ, নির্বাচন কমিশন থেকে পুলিশ ও প্রশাসনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ কিন্তু কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ । শুক্রবার রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ ৷ পুলিশের আধিকারিকরা কথা বলেন বিরোধী দলের প্রার্থীদের সঙ্গে । পুলিশের সামনেই ক্ষোভ উগরে দেন আইএসএফ ও সিপিএমের প্রার্থীরা । সেই কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাছাড়া মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ হওয়ার পর থেকে কৃষ্ণপুর এলাকায় রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে ৷ তা সত্ত্বেও এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আইএসএফ ও সিপিএমের প্রার্থীরা । তাঁদের দাবি, সিভিক ভলান্টিয়াররা শাসক দলের হয়ে কাজ করছেন ৷