জঙ্গলমহল , 15 জুন : বিশ্ববিজ্ঞানী র্যাঙ্কিয়ে বিরাট সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৷ ঐতিহ্যশালী এই বিশ্ববিদ্য়ালয়ের মোট 34 জন বিজ্ঞানীর নাম রয়েছে বিশ্ববিজ্ঞানী র্যাঙ্কিংয়ের তালিকায় ৷ গর্বিত গোটা জঙ্গলমহল ৷পশ্চিমবঙ্গের একটি প্রান্তিক অঞ্চল জঙ্গলমহল ৷ সেখানেই অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৷ শহর থেকে দূরে, কার্যত লোকচক্ষুর আড়ালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় নজর কেড়েছে গোটা বিশ্বের ৷
একজন বা দু'জন নয় ৷ বিদ্যাসাগর বিশ্ববিদ্য়ালয়ের 34 জন বিজ্ঞানী মুখ উজ্জ্বল করেছেন জঙ্গলমহলের ৷ পেয়েছেন বিশ্ববিজ্ঞানী র্যাঙ্কিংয়ে স্থান ৷ এই বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম স্থান অর্জন করেছেন নিউট্রিজেনোমিক্সের দেবীদাস ঘোষ ৷ দ্বিতীয় স্থানে অঙ্ক বিভাগের মধুমঙ্গল পাল ও তৃতীয় স্থানে রয়েছেন বটানি বিভাগের অমল কুমার মণ্ডল ৷ বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম স্থানে থাকা দেবীদাসবাবু এশিয়াতে 6,212 তম স্থানে রয়েছে । আর বিশ্বে 49,168 তম স্থানে । মধুমঙ্গলবাবু এশিয়াতে 6392 ও বিশ্বে 40317 তম স্থানে রয়েছেন । অমলবাবু এশিয়াতে 8906 ও বিশ্বে 67504 তম স্থান পেয়েছেন । এছাড়াও এই 34 জনের তালিকায় রয়েছেন শ্যামলকুমার মণ্ডল, ব্রজগোপাল বাগ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার পান্ডা, মইদুল হাসান ও বিধানচন্দ্র পাত্র প্রমুখ ৷