পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"লোকের চাকর কেন হবেন, ব্যবসায় মন দিন"; পরামর্শ জেলাশাসকের ! - west midnapur

কর্মসংস্থান মেলার উদ্বোধন করে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জানান, গোটা রাজ্যে চাকরির ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করে সরকার ৷ কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কর্মসংস্থান সুনিশ্চিত করে বিভিন্ন বেসরকারি সংস্থাও ৷ বেকার যুবক-যুবতিদের পরামর্শ দেব, আপনারা চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যবসার দিকে মন দিন ৷

কর্মসংস্থান মেলার উদ্বোধনে জেলাশাসক রেশম কমল

By

Published : Sep 14, 2019, 7:57 PM IST

Updated : Sep 14, 2019, 8:06 PM IST

মেদিনীপুর, 14 সেপ্টেম্বর : বেকার যুবক-যুবতিদের চাকরি ছেড়ে ব্যবসার পরামর্শ দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল ৷ আজ মেদিনীপুরের জেলা কালেক্টরেটে কর্মসংস্থান মেলার উদ্বোধন করে বেকার যুবক-যুবতিদের ব্যবসার পরামর্শ দেন জেলাশাসক ৷ সেইসঙ্গে বিভিন্ন সংস্থায় চারশোর বেশি চাকরিপ্রার্থীকে চাকরি দেওয়া হবে বলে জানান তিনি ৷

কর্মসংস্থান মেলার উদ্বোধন করে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জানান, গোটা রাজ্যে চাকরির ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করে সরকার ৷ কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কর্মসংস্থান সুনিশ্চিত করে বিভিন্ন বেসরকারি সংস্থাও ৷ জেলা শুনানিতে এরকম বহু বেকার যুবক-যুবতি আমার কাছে চাকরির জন্য আবেদন করেছেন ৷ তিনি বলেন, "ছোটো থেকেই বাবা-মা আমাদের বলেন, শিক্ষিত হয়ে চাকরি করতে হবে বা লোকের চাকর হতে হবে ৷ আমি বেকার যুবক-যুবতিদের পরামর্শ দেব, আপনারা চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যবসার দিকে মন দিন ৷ চাকরি করলে সংশ্লিষ্ট সংস্থার ইচ্ছে পূরণ করতে হয় ৷ আর নিজের ইচ্ছে পূরণ করার জন্য ছোটো-বড় ব্যবসা করুন ৷ দেখবেন নিজেই একটা সংস্থার মালিক হয়ে উঠতে পারবেন ৷" বেকারদের উদ্বুদ্ধ করতে জেলাশাসক বিল গেটসের প্রসঙ্গও টেনে আনেন ৷

শুনুন জেলাশাসকের বক্তব্য

আজ ও কাল এই দু'দিন ব্যাপী চলবে কর্মসংস্থান মেলা ৷ এই মেলার জন্য গত 5 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত বেকার যুবক-যুবতিদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে ৷ মোট 6 হাজার 239 জন চাকরির জন্য আবেদন করেছেন ৷ ছোটো-বড় মিলিয়ে জেলার 19টি সংস্থা এই কর্মসংস্থান মেলায় অংশগ্রহণ করেছে ৷ সংস্থাগুলোর শূন্যপদে আবেদনের ভিত্তিতেই নিয়োগ করা হবে বেকার যুবক-যুবতিদের ৷ 70টি গ্রুপে এই কর্মসংস্থান পূরণ করা হবে ৷ এই দু'দিনে মোট 479 জন বেকার যুবক-যুবতিদের বিভিন্ন সংস্থায় নিয়োগ করা হবে ৷

আরও পড়ুন : খড়গপুর IIT-র ক্যান্টিনে তরকারিতে টিকটিকি

কর্মসংস্থান মেলায় জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার আধিকারিক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা ৷ মেলা উপলক্ষ্যে বেকার যুবক-যুবতিরা সকাল থেকেই নিজেদের চাকরি নিশ্চিত করতে এদিন সকাল থেকেই জেলা কালেক্টরে ভিড় করেন ৷ মেলায় বিভিন্ন সংস্থা বেকারদের ইন্টারভিউ নেয় ৷

Last Updated : Sep 14, 2019, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details