মেদিনীপুর, 14 সেপ্টেম্বর : বেকার যুবক-যুবতিদের চাকরি ছেড়ে ব্যবসার পরামর্শ দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল ৷ আজ মেদিনীপুরের জেলা কালেক্টরেটে কর্মসংস্থান মেলার উদ্বোধন করে বেকার যুবক-যুবতিদের ব্যবসার পরামর্শ দেন জেলাশাসক ৷ সেইসঙ্গে বিভিন্ন সংস্থায় চারশোর বেশি চাকরিপ্রার্থীকে চাকরি দেওয়া হবে বলে জানান তিনি ৷
কর্মসংস্থান মেলার উদ্বোধন করে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জানান, গোটা রাজ্যে চাকরির ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করে সরকার ৷ কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কর্মসংস্থান সুনিশ্চিত করে বিভিন্ন বেসরকারি সংস্থাও ৷ জেলা শুনানিতে এরকম বহু বেকার যুবক-যুবতি আমার কাছে চাকরির জন্য আবেদন করেছেন ৷ তিনি বলেন, "ছোটো থেকেই বাবা-মা আমাদের বলেন, শিক্ষিত হয়ে চাকরি করতে হবে বা লোকের চাকর হতে হবে ৷ আমি বেকার যুবক-যুবতিদের পরামর্শ দেব, আপনারা চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যবসার দিকে মন দিন ৷ চাকরি করলে সংশ্লিষ্ট সংস্থার ইচ্ছে পূরণ করতে হয় ৷ আর নিজের ইচ্ছে পূরণ করার জন্য ছোটো-বড় ব্যবসা করুন ৷ দেখবেন নিজেই একটা সংস্থার মালিক হয়ে উঠতে পারবেন ৷" বেকারদের উদ্বুদ্ধ করতে জেলাশাসক বিল গেটসের প্রসঙ্গও টেনে আনেন ৷