মেদিনীপুর, ১ মে : পুলিশের উপস্থিতিতে BJP কর্মী ও সমর্থকদের বাস আটকে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় প্রায় ১২ জন BJP কর্মী জখম হয়েছেন ৷ বর্তমানে তাঁরা চন্দ্রকোণা হাসপাতালে চিকিৎসাধীন ৷ কেশপুর থানার নেড়াদেউল এলাকায় ঘটনা ৷ খবর পেয়ে চন্দ্রকোণা হাসপাতালে পৌঁছায় চন্দ্রকোণা থানার পুলিশ ৷
পুলিশের উপস্থিতিতে BJP কর্মীদের বাসে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল - medinipur
থানার OC -র উপস্থিতিতে ভাঙচুর করা হল BJP কর্মীদের বাস ৷ এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস ৷
আরামবাগে অমিত শাহের সভায় যাওয়ার জন্য চাঁদুর গ্রাম থেকে ৫০ জন BJP কর্মী ও সমর্থক বাসে BJP-র পতাকা লাগিয়ে চন্দ্রকোণা যাচ্ছিল ৷ অভিযোগ, নেড়াদেউল এলাকায় বাস ঢুকতেই তৃণমূল পার্টি অফিসের সামনে জমায়েত করে থাকা তৃণমূল কর্মীরা বাসটিকে আটকায় ৷ তারপর বাসটিতে ভাঙচুর চালানো হয় ৷ বাসের ভিতরে ইট ছোড়া হয় ৷ অভিযোগ, হামলা চলাকালীন ঘটনাস্থানে উপস্থিত ছিলেন কেশপুর থানার OC ও পুলিশকর্মীরা ৷ কিন্তু পুলিশের তরফে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি ৷ ঘটনায় আতঙ্কিত বাস চালক অসিত মণ্ডল কোনওরকমে সেখান থেকে বাসটিকে চন্দ্রকোণা বাসস্ট্যান্ডে নিয়ে যায় ৷ সেখানে থেকে জখম BJP কর্মীদের নিয়ে যাওয়া হয় চন্দ্রকোণা হাসপাতালে ৷ আক্রান্ত BJP কর্মী ও সমর্থকরা চন্দ্রকোণা এলাকার বাসিন্দা ৷