পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাঠ থেকে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ - ঘাটালে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ

ঘাটাল থানার ঈশ্বরপুরে আজ সকালে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গৃহবধূকে অন্য কোথাও মেরে মাঠে ফেলে দেওয়া হয়েছে ।

photo

By

Published : Nov 3, 2019, 11:50 PM IST

ঘাটাল, 3 নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঈশ্বরপুরে আজ সকালে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন ।


ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । অগ্নিদগ্ধ মৃতদেহটি এক গৃহবধূর । পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুমনা মেটারি (36) । সুমনার বাড়ি ঈশ্বরপুর এলাকাতেই । তাঁর স্বামীর নাম রাজু মেটারি ।


স্থানীয়সূত্রে জানা যায়, আজ সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান সুমনা ৷ পরে স্থানীয় বাসিন্দারা দেখেন সুমনার অগ্নিদগ্ধ দেহ পড়ে আছে মাঠে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গৃহবধূকে অন্য কোথাও মেরে মাঠে ফেলে দেওয়া হয়েছে । কারণ দেহের চারপাশে মাঠে আগুনে পোড়ার কোনও চিহ্ন নেই । তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details