পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Robotics Hackathon in Midnapore: জঙ্গলমহলের পড়ুয়াদের নিয়ে রোবোটিক্স প্রতিযোগিতার আয়োজন দিল্লি ও খড়গপুর আইআইটি

প্রযুক্তিগত যুগের সঙ্গে পাল্লা দিতে ছাত্রছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণের পর প্রতিযোগিতা করল আইআইটি ৷ রোবোটিক্স নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করল মেদিনীপুরের বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা ৷ কর্মশালা এবং প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি তারা ।

Robotics Hackathon
রোবোটিক্স প্রতিযোগিতা

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 6:55 PM IST

জঙ্গলমহলের পড়ুয়াদের নিয়ে রোবোটিক্স প্রতিযোগিতা

মেদিনীপুর, 2 অক্টোবর: শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, এবার প্রযুক্তিগত বিদ্যায় পারদর্শী হতে হবে পড়ুয়াদের । সেই উদ্দেশে কর্মশালার আয়োজন করল দিল্লি ও খড়গপুর আইআইটি । এই সংস্থা দীর্ঘ 10 দিন ধরে ট্রেনিং দিয়েছে মেদিনীপুরের সাতটি স্কুল এবং দুটি কলেজের পড়ুয়াদের । অবশেষে সেই পড়ুয়াদের নিয়ে এবার প্রতিযোগিতার আয়োজন করা হল ৷ যার নাম দেওয়া হয়েছে রোবটিকস হ্যাকাথন বাই স্টুডেন্টস বাই টার্গেট 89 ৷ সেটি অনুষ্ঠিত হল মেদিনীপুর বাংলা স্কুলে । কর্মশালার ছোট ছোট রোবোটিক্স যানবাহন নিয়ে হাজির হয় পড়ুয়ারা ।

রোবোটিক্স আসলে কী ?

রোবটিক্স ইলেকট্রনিক্স, মেকানিক্স এবং কম্পিউটার বিজ্ঞানে স্বয়ংক্রিয় যন্ত্র এবং রোবট তৈরি পরিচালনা করে । এক ও একাধিক মানুষের পরিবর্তে একজন রোবটই সেই সকল কাজ অতি সহজে করতে পারবে । এই কাজগুলির মধ্যে যেমন রয়েছে পরিবহণের ক্ষেত্র ৷ তেমনই শিক্ষা,স্বাস্থ্য ও উৎপাদন । এমনকী প্রতিরক্ষা ক্ষেত্রেও রোবটকে কাজে লাগানো যেতে পারে । যদিও বর্তমানে প্রতিরক্ষা ক্ষেত্রেও রোবটকে কাজে লাগানো হচ্ছে বিভিন্ন দেশে ।

রোবোটিক্স নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ পড়ুয়াদের

তাই হাতে কলমে শিক্ষিত করতে এবার জঙ্গলমহলের পড়ুয়াদেরই বেছে নিলেন আইআইটি কর্তৃপক্ষ । আর এই রোবটিস্ক কম্পিটিশন ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ উদ্দীপনা । অনেকেই 10 দিনের কর্মশালায় শিক্ষা নিয়ে তৈরি করে ফেলেছে বিভিন্ন যন্ত্রাংশ রোবট ৷ সেগুলি নিয়েই তারা এই প্রতিযেগিতায় অংশগ্রহণ করে । সৌম্যদীপ্ত দলুই নামে এক পড়ুয়া বলে, "এটা এক অভাবনীয় সুযোগ । আমরা পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে এসে এই ধরনের প্রযুক্তিগত বিদ্যা প্রথম শিক্ষলাম । আমি 12 ভোল্ট দিয়ে একটি যন্ত্রাংশ তৈরি করেছি, যা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ।"

আরও পড়ুন:রাজ্যে প্রথম নিকাশি নালা সাফাই করবে রোবট

কর্মশালার বিষয়ে আইআইটির সদস্য ছন্দ্রশ্রী বলেন, কেবলমাত্র পুঁথিগত বিদ্যাতে আর পড়ুয়ারা আটকে থাকবে না । তারা এগিয়ে যাবে প্রযুক্তিগত ভাবনা চিন্তায় । সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই ধরনের কর্মশালা এবং প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে । অফলাইন শুধু নয়, অনলাইনের মাধ্যমেও আমরা আগামিদিনে এই ধরনের কোর্স চালু করব পড়ুয়াদের জন্য । অন্যদিকে বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অরূপ ভুঁইয়ার কথায়, কর্মশালা ও প্রটিযেগিতার মাধ্যমে এক নতুন দিগন্ত খুলে দেওয়া হল পড়ুয়াদের জন্য । তাদের জ্ঞান এতদিন কেবলমাত্র বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল । এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সাতটি স্কুল ও দুটি কলেজের পড়ুয়ারা । প্রায় দশ দিন ধরে ধাপে ধাপে এই কর্মশালা হয়েছে । এরপর পড়ুয়ারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ।

ABOUT THE AUTHOR

...view details