পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 20, 2020, 12:51 AM IST

ETV Bharat / state

সাড়ে 10 হাজার মানুষকে ত্রাণ IIT খড়গপুরের

নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষজনের পাশে খড়গপুর IIT কর্তৃপক্ষ এবং IITKGP-র ফাউন্ডেশন (US ) সংস্থার সদস্য অর্থাৎ IIT-র প্রাক্তন পড়ুয়ারা ৷ বিলি করা হল ত্রাণ ৷

kharagpur
পশ্চিম মেদিনীপুরের আর্ত মনুষদের পাশে IIT খড়গপুর

খড়গপুর, 19 জুন : দুস্থ মানুষের সাহায়তায় ত্রাণ বিতরণ শুরু করল খড়গপুর IIT কর্তৃপক্ষ এবং IITKGP-র ফাউন্ডেশন (US ) সংস্থার সদস্য অর্থাৎ IIT-র প্রাক্তন পড়ুয়ারা ৷ গতকাল ত্রাণ বিতরণ করা হল 10500 দুস্থ মানুষের মধ্যে ৷

প্রায় তিন মাস গৃহবন্দী থাকার পর চলছে আনলকের প্রথম দফা ৷ নিয়ম শিথিল হলেও অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা হয়নি ভারত । দীর্ঘদিন ঘরে থাকায় ফলে কমেছে সঞ্চয়ও ৷ এই কারণে সবচেয়ে বেশি সংকটে পড়েছে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষজন ৷ অনেকক্ষেত্রেই এই সকল মানুষের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হয়নি । এই সব মানুষের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাধারণ মানুষ ৷ এবার এই অসহায় মানুষদের পাশে দাঁড়াল খড়গপুর IIT-র প্রাক্তন পড়ুয়ারা । গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খড়গপুর IIT কর্তৃপক্ষ এবং IITKGP-র ফাউন্ডেশন (US ) সংস্থার সদস্য, প্রাক্তন ছাত্র ছাত্রীরা ত্রাণসামগ্রী বিতরণ করল ৷ এইসব দুস্থ গরিব এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে চাল-ডাল এবং আলু সহ নিত্যপ্রয়োজনীয় সবজি বিতরণ করা হয় । প্রায় দশ হাজার পাঁচশো মানুষের হাতে এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন IIT কর্তৃপক্ষসহ প্রাক্তন ছাত্র ছাত্রীরা । IIT-র বিশিষ্ট প্রাক্তন ছাত্র এবং IITKGP-র ফাউন্ডেশন (US ) প্রধান বিনোদ গুপ্তা এবং রণবীর গুপ্তর পৃষ্ঠপোষকতায় এই ত্রাণ বিতরণ করা হয় ।

সামাজিক দূরত্ব মেনে IIT খড়গপুরে চলছে ত্রাণ বিতরণ

রাজ্যের অসময়ে বরাবরই পাশে দাঁড়িয়েছে খড়গপুর IIT ৷ সেবা করেছে আর্ত মানুষের ৷ এইবারের ত্রাণসামগ্রী দেওয়াকে ভূয়শী প্রশংসা করে সকলের ।

ABOUT THE AUTHOR

...view details