কলকাতা, 24 ডিসেম্বর: এ বার মালয়েশিয়ায় প্রতিষ্ঠান তৈরি করবে আইআইটি খড়গপুর (IIT Kharagpur)৷ সেখানকার অধিকর্তা ভিকে তিওয়ারি শনিবার বলেন যে, ভারতের বাইরে শীর্ষ মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রিমিয়ার ইনস্টিটিউট পরিকল্পনার অংশ হিসাবে, অদূর ভবিষ্যতে মালয়েশিয়াতে একটি আইআইটি তৈরি হবে বলে আশা করা হচ্ছে । আইআইটি খড়গপুরের (IIT Kharagpur to set up institute in Malaysia) 68তম সমাবর্তনে বক্তব্য রাখার সময় তিওয়ারি বলেন যে, ইনস্টিটিউটটি বিশ্বের শীর্ষ 10টি ইনস্টিটিউটের মধ্যে থাকার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ৷
তিওযারি বলেছেন, "আইআইটি খড়গপুরের লক্ষ্য হল আইআইটি মালয়েশিয়া প্রতিষ্ঠা করে শিক্ষার শ্রেষ্ঠত্বের বিশ্বব্যাপী মাপকাঠি হয়ে ওঠা, যা ভারতীয় শিক্ষার মানকে উন্নীত করে উচ্চশিক্ষার আন্তর্জাতিক ক্ষেত্রে তার বিশ্বব্যাপী পদচিহ্ন স্থাপনে প্রতিষ্ঠানের জন্য একটি বড় পদক্ষেপ হবে ৷" তিওয়ারি জানান, ইনস্টিটিউটটি তার 75টি উদ্ভাবনের একটি সংকলন তৈরি করেছে ৷ গত দুই বছরে আইআইটি খড়গপুরের প্রকল্প উদ্ভাবনের সাফল্যের ঘটনাগুলি তালিকাভুক্ত করে তিনি বলেন, করোনাভাইরাসের জন্য কোভিরাপ ডায়াগনস্টিক কিট 6.7 কোটি টাকায় বিক্রি হয়েছিল, অন্যান্য অনেকগুলি সফল নতুন ডিভাইস এক কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে । অধিকর্তার কথায়, "আমরা 25টি চিহ্নিত উদ্ভাবনকে সমর্থন করছি ৷ ইনস্টিটিউটটি 260-শয্যার শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস স্থাপন করেছে ৷" তিনি আরও বলেন, "বিনোদ গুপ্ত থেকে সুন্দর পিচাই, আইআইটি খড়গপুরের অনেক প্রাক্তন এই ইনস্টিটিউটের জন্য খ্যাতি বয়ে এনেছে ৷"