খড়গপুর, 18 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে বেসামাল খড়্গপুর আইআইটি । সংক্রমণ রুখতে আজ থেকে আরও কড়া বিধিনিষেধ লাগু করল আইআইটি কর্তৃপক্ষ । আগামী 23 জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে । আইআইটি ক্যাম্পাসের প্রবেশ এবং সেখান থেকে বেরনোর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ৷ খড়্গপুর আইআইটির প্রবেশপথে কোনও ব্যক্তি প্রবেশ করতে চাইলে, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে (IIT Kharagpur stricts Covid Protocol amidst surge in Corona Infection) ।
গতকাল রাত পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, খড়্গপুর আইআইটি-তে আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়ে গিয়েছে ৷ মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত 2-3 দিনে 50-60 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । এর মধ্যে পড়ুয়ার সংখ্যা প্রায় 20 । শেষে মঙ্গলবার থেকে 23 জানুয়ারি অবধি সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আইআইটি খড়্গপুর (Indian Institute of Technology Kharagpur, IIT Kharagpur) কর্তৃপক্ষ ।