পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kharagpur IIT: কিউএস এশিয়া ইউনিভার্সিটি ব়্যাংকিংয়ে দেশে পঞ্চম, এশিয়ায় 59 তম স্থানে খড়গপুর আইআইটি

IIT Kharagpur Ranks in QS Asia University Ranking: ভারতের 148টি বিশ্ববিদ্যালয় এবং সমগ্র এশিয়ার 857টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি ব়্যাংকিংস’ হয় ৷ যেখানে দেশের মধ্যে পঞ্চম এবং এশিয়ার মধ্যে 59 তম স্থান দখল করেছে আইআইটি খড়গপুর ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 9:00 PM IST

Updated : Nov 11, 2023, 10:26 PM IST

খড়গপুর, 11 নভেম্বর: ফের শিরোনামে উঠে এল আইআইটি খড়গপুর ৷ কিউএস এশিয়া ইউনিভার্সিটি ব়্যাংকিংসের ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চমস্থান দখল করল এই শিক্ষা প্রতিষ্ঠান ৷ মূলত ভারতের 148টি বিশ্ববিদ্যালয় এবং সমগ্র এশিয়ার 857টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই কিউএস-এর ব়্যাংকিং করা হয় ৷ এই সম্মানের পর আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারি শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকল শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের ৷

কিউএস এশিয়া ইউনিভার্সিটি ব়্যাংকিংসে দেশে 5ম এবং এশিয়ায় 59তম স্থানে খড়গপুর আইআইটি

2024 সালের জন্য কিউএস এশিয়া ইউনিভার্সিটি ব়্যাংকিংসের সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয়েছে ৷ খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সেখানে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চম এবং এশিয়ায় 59তম স্থান দখল করেছে ৷ দেশের বৃহত্তম এবং প্রথম আইআইটিগুলির সামগ্রিক স্কোর 54.5 ৷ ফলে কিউএস এশিয়া ইউনিভার্সিটি ব়্যাংকিংসের শীর্ষে মাত্র 7 শতাংশ বিশ্ববিদ্যালয় যোগ্যতা অর্জন করেছিল ৷

2024 এশিয়া ইউনিভার্সিটি ব়্যাংকিংস কিউএস-এর তালিকায় ভারতের মোট 148টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ৷ যেখানে এশিয়ার মোট 857টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে ৷ এই কিউএস এশিয়া ইউনিভার্সিটি ব়্যাংকিংস 2024 সম্পর্কে বলতে গিয়ে আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারি বলেন, ‘‘আইআইটি খড়গপুর শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি এবং পরিবহণ সংক্রান্ত নিরাপত্তার কৌশল, বিশ্লেষণ, গুণমান এবং নির্ভরযোগ্যতা-সহ বিশ্বায়নের মানগুলিকে বজায় রেখেছে ৷ সেই সঙ্গে আত্মনির্ভর ভারতে নিজেদের অবদান রাখার জন্য আইআইটি খড়গপুর বিশিষ্ট স্থান লাভ করেছে ৷ সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা, নির্ভুল কৃষি এবং খাদ্য-পুষ্টি এবং আধুনিক পরিকাঠামো, প্রযুক্তিগত গবেষণায় দৃষ্টান্ত স্থাপনের ফল পেয়েছে ৷’’

তিনি এও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকল্প ‘ভিশন 2047’-এর সফল বাস্তবায়নের জন্য সরকারি সংস্থা, সরকারি ও বেসরকারি উদ্যোগ, অ্যাকাডেমিক এবং গবেষণা সংস্থা-সহ বিভিন্ন স্টেক-হোল্ডারদের সফল অংশগ্রহণের ফল এই সাফল্য ৷

আরও পড়ুন:

  1. নদী নিয়ে গবেষণায় আমেরিকার বিরল সম্মান খড়গপুর আইআইটির অধ্যাপককে
  2. ডিজিটাল লেনদেন বোঝাতে ফ্রিতে ব্লকচেইন কোর্স করাচ্ছে খড়গপুর আইআইটি
Last Updated : Nov 11, 2023, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details