পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IIT Kharagpur Student Death: 'নিরাপদ নয় আইআইটি খড়গপুর'! দাবি অসমের মৃত পড়ুয়ার মায়ের - মমতা বন্দ্যোপাধ্যায়

খড়গপুর আইআইটি’র মেকানিক্যাল বিভাগের পড়ুয়া ফয়জল আহমেদের (Faisal Ahamed) মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন অসমের মুখ্যমন্ত্রী (IIT Kharagpur Student Death) ৷ ফয়জলের মৃত্যুতে সঠিক তদন্তের আর্জি জানিয়েছেন তিনি ৷

iit-kharagpur-is-not-safe-allegation-by-dead-mechanical-student-faisal-ahamed-parent
iit-kharagpur-is-not-safe-allegation-by-dead-mechanical-student-faisal-ahamed-parent

By

Published : Oct 21, 2022, 11:24 AM IST

খড়গপুর ও গুয়াহাটি, 21 অক্টোবর: খড়গপুর আইআইটি পড়ুয়াদের জন্য নিরাপদ নয় ৷ এমনি বিস্ফোরক অভিযোগ করলেন, আইআইটি’র মেকানিক্যাল বিভাগের মৃত পড়ুয়া ফয়জল আহমেদের মা রেহানা আহমেদ ৷ অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে খুন করা হয়েছে ৷ প্রসঙ্গত, গত 14 অক্টোবর খড়গপুর আইআইটি’র লালা লাজপত রায় হল থেকে অসমের বাসিন্দা তৃতীয়বর্ষের ফয়জল আহমেদের পঁচাগলা দেহ উদ্ধার হয় (IIT Kharagpur Student Death) ৷ এই ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে, পুরো ঘটনার তদন্তের আর্জি জানিয়েছেন ৷

এ দিন খড়গপুর আইআইটি-তে ছেলের দেহ নিতে আসেন রেহানা আহমেদ এবং সেলিম আহমেদ ৷ সেখানেই রেহানা অভিযোগ করেছেন, ‘‘খড়গপুর আইআইটি নিরাপদ নয় ৷’’ পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানের বাকি পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি আর্জি জানান, তাঁরা যেন সজাগ থাকেন ৷ তাঁর ছেলের মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করেছেন রেহানা (Dead Mechanical Student Faisal Ahame) ৷ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘ঘুমিয়ে থাকবেন না, আপনারা জেগে উঠুন ৷ অভিভাবকদের বলছি, ছেলে-মেয়েকে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকবেন না ৷’’

এই ঘটনায় খড়গপুর টাউন থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁরা ৷ পাশাপাশি, ফয়জলের দেহে পচন ধরায়, ছেলের দেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার আর্জি জানিয়েছেন সেলিম আহমেদ ৷ এ দিন ফয়জলের বাবা-মা খড়গপুর আইআইটি পৌঁছানোর পর, শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার পড়ুয়া ডিরেক্টরের অফিস ঘেরাও করে ৷ তাঁদের দাবি, আইআইটি ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ পাশাপাশি, ফয়জল আহমেদের মৃত্যুর সঠিক তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:ছেলেকে খুন করা হয়েছে, দাবি খড়গপুর আইআইটি-তে মৃত ছাত্রের বাবার

অন্যদিকে, পুরো ঘটনায় রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) ৷ সেখানে তিনি অসমের বাসিন্দা ফয়জল আহমেদের খড়গপুর আইআইটি-তে রহস্যজনক মৃত্যুতে বিস্তারিত তদন্তের আর্জি জানিয়েছেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ, খড়গপুর আইআইটি-তে অসমের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আপনি হস্তক্ষেপ করুন এবং সঠিক তদন্তের মাধ্যমে সত্যকে তুলে ধরুন ৷ একজন মেধাবী ছাত্রের এমন মৃত্যুতে আমাদের রাজ্যে শোক নেমে এসেছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details