পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IIT Kharagpur: ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে ফুঁসছেন পড়ুয়ারা, ক্ষোভ প্রশমনে মরিয়া আইআইটি খড়্গপুর - ছাত্রমৃত্যু

আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে ক্ষোভ ৷ ছাত্র বিক্ষোভ (Student Agitation) সামাল দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিল কর্তৃপক্ষ ৷

IIT Kharagpur Director assures of adequate steps following a student death
IIT Kharagpur: ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে ফুঁসছেন পড়ুয়ারা, ক্ষোভ প্রশমনে মরিয়া আইআইটি খড়্গপুর

By

Published : Oct 23, 2022, 6:40 PM IST

কলকাতা, 23 অক্টোবর: ছাত্র বিক্ষোভ (Student Agitation) প্রশমনে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দিল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ৷ আইআইটি-এর ক্যাম্পাসের মধ্য়েই তৃতীয় বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে ৷ তার জেরেই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা ৷ তাঁদের উদ্দেশে কর্তৃপক্ষের আশ্বাস, এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷

মৃত ছাত্রের নাম ফয়জান আহমেদ (Faizan Ahmed) ৷ 23 বছরের ফয়জান অসমের তিনসুকিয়ার বাসিন্দা ছিলেন ৷ গত 14 অক্টোবর হস্টেলের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয় ৷ কীভাবে এবং কেন এই ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলেছেন আইআইটি-এর বাকি পড়ুয়ারা ৷ এ নিয়ে একটি প্রকাশ্য আলোচনা সভার আয়োজন করা হয় ৷ সেই মঞ্চে ডিরেক্টর ভি কে তিওয়ারির সঙ্গে সরাসরি কথা বলেন পড়ুয়ারা ৷ ফয়জানের মৃত্যুতে বুকে কালো ফিতে আটকে শোক প্রকাশ করেন তাঁরা ৷ শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই প্রকাশ্য আলোচনা সভা চলে শনিবার সকাল পর্যন্ত ৷

আরও পড়ুন:ফেব্রুয়ারির মধ্য়েই নির্বাচনের প্রতিশ্রুতি, ঘেরাও উঠল কলকাতা মেডিক্যালে

রবিবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নিয়ে এই আলোচনা সভায় কথা হয়েছে ৷ পড়ুয়াদের আশংকা, এই ধরনের ঘটনা অবসাদের কারণে হতে পারে ৷ তাঁরা চান, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করুক আইআইটি কর্তৃপক্ষ ৷ সূত্রের দাবি, ডিরেক্টর নিজে বিক্ষোভরত পড়ুয়াদের সেই প্রতিশ্রুতি দিয়েছেন ৷ একইসঙ্গে, এই মৃত্যুর ঘটনাটি দুঃখের ও দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেছেন তিনি ৷

এদিকে, ফয়জানের মৃত্যুর পরই গত 19 অক্টোবর নিজের পদ থেকে ইস্তফা দেন ছাত্র বিষয়ক দফতরের ডিন ধ্রুবজ্যোতি সেন ৷ কিন্তু, কর্তৃপক্ষ তাঁর পদত্যাগপত্র এখনও পর্যন্ত গ্রহণ করেনি ৷ পড়ুয়াদের অভিযোগ, ফয়জানের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না ৷ কারণ, তাদের তরফে একাধিক ভুল হয়েছে ৷ এমনকী, এই ঘটনার কথা মৃত ছাত্রের পরিবারকে জানাতেও অযথা দেরি করা হয় ৷ তাছাড়া, হস্টেলের ঘর থেকে ফয়জানের দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কর্তৃপক্ষের তরফে কেউ উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ ৷ পড়ুয়ারাই তাঁদের সহপাঠীর দেহ হাসপাতালে নিয়ে যান ৷

ABOUT THE AUTHOR

...view details