খড়গপুর, 3 ডিসেম্বর: 1 ডিসেম্বর আইআইটি খড়গপুরে শুরু হয়েছে ক্যাম্পাসিং (IIT Kharagpur Campusing) ৷ প্রথম দিনেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার থেকে বার্ষিক কোটি টাকা বেতনের চাকরির অফার পেলেন 2 পড়ুয়া (Students Get Job Offers Over Two Crores Rupees Per Annum) ৷ সর্বোচ্চ 2 কোটি 60 লক্ষ টাকার বার্ষিক বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন একজন ৷
আইআইটি খড়গপুরের পড়ুয়ারা প্রথমদিনের ক্যাম্পাসিংয়ে সব মিলিয়ে 760টি সংস্থার থেকে প্রি-প্লেসমেন্ট অফার পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ যেখানে গত বৃহস্পতিবার 16টি আন্তর্জাতিক সংস্থার থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন বেশ কয়েকজন ৷ যার মধ্যে দু’জনে বছরে কোটি টাকার বেতনে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷ যার মধ্যে একজন পড়ুয়া 2 কোটি 60 লক্ষ টাকার বার্ষিক বেতনের প্রস্তাব পেয়েছেন একটি আন্তর্জাতিক সংস্থার তরফে ৷ পাশাপাশি, 800-র বেশি ইন্টার্নশিপের অফার পেয়েছেন আইআইটি খড়গপুরের পড়ুয়ারা ৷