পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

20 জুনের মধ্যে পড়ুয়াদের ক্যাম্পাস খালি করার নির্দেশ IIT খড়গপুরের - কোভিড-19

কোরোনার আবহে পঠনপাঠন বন্ধ ৷ সেপ্টেম্বরের আগে নতুন সেমেস্টার শুরু হবে না ৷ তাই পড়ুয়াদের ক্যাম্পাস খালি করার নির্দেশ IIT খড়গপুর কর্তৃপক্ষ ৷

20 জুনের মধ্যে পড়ুয়াদের ক্যাম্পাস খালি করার নির্দেশ দিল IIT খড়গপুর
20 জুনের মধ্যে পড়ুয়াদের ক্যাম্পাস খালি করার নির্দেশ দিল IIT খড়গপুর

By

Published : Jun 15, 2020, 2:10 PM IST

খড়গপুর, 15 জুন: লকডাউনে আটকে পড়া 2,400 পড়ুয়া ও গবেষককে ক্যাম্পাস খালি করার নির্দেশ দিল খড়গপুর IIT কর্তৃপক্ষ ৷ 20 জুনের মধ্যে ক্যাম্পাস খালি করে দেওয়ার কথা বলা হয়েছে ৷ এই নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে নোটিশ জারি করেছে খড়গপুর IIT কর্তৃপক্ষ ৷

এই বিষয়ে IIT খড়গপুরের রেজিস্টার বি এন সিং বলেছেন, "লকডাউন শুরু হওয়ায় মোট 12,500 বোর্ডারদের মধ্যে 5 হাজার 400 জন ছাত্রছাত্রী আটকে পড়েছিল ৷ তার মধ্যে গত মাসে 3000 জনকে বাড়ি পাঠানো হয়েছে ৷ এখনও 2 হাজার 400 জনের মতো পড়ুয়া ক্যাম্পাস রয়েছে ৷ তাদের 20 জুনের মধ্যে ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

তিনি আরও বলেন, "এমনিতেও এখন কোনও ক্লাস হচ্ছে না ৷ তাই এই সময়টা ক্যাম্পাসে না থেকে পরিবারের সঙ্গে কাটাতে পারবে পড়ুয়ারা ৷" সেপ্টেম্বরে শুরু হবে নতুন সেমেস্টার ৷ তখনই ক্যাম্পাসে ফিরতে বলা হয়েছে ৷ পড়ুয়া, গবেষক ছাড়াও হস্টেলে থাকা প্রজেক্ট স্টাফরাও বাড়ি ফিরছেন ৷ কারণ 20 জুন থেকে ছাত্রাবাসও বন্ধ হয়ে যাচ্ছে ৷ ক্যাম্পাস ছাড়তে হলেও পেন্ডিং প্রজেক্ট, রিসার্চের কাজ বাড়ি থেকে করার কথা বলা হয়েছে ৷ এই বিষয়ে ফ্যাকাল্টি সবসময় সাহায্য করবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার বি এন সিং ৷

কোরোনা সংক্রমণের প্রথম দিকেই ছাত্রছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার সুযোগ দিয়েছিল IIT কর্তৃপক্ষ ৷ বেশিরভাগ পড়ুয়া ফিরলেও থেকে গিয়েছিল 5 হাজারের মতো ছাত্রছাত্রী ৷ ফলে বাধ্য হয়ে ছাত্রাবাস চালু রাখতে হয় ৷ টানা একমাস কাজের পর হস্টেলের সার্ভিস স্টাফদের বিরতি দিতে চাইছে IIT কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details