খড়্গপুর, 23 জুলাই :এবার নিমেষেই জুড়ে যাবে স্মার্টফোনের ভেঙে যাওয়া ডিসপ্লে স্ক্রিন ! এমনই দাবি করছেন মেদিনীপুরের গবেষকরা ৷ স্ফটিকের (Crystal) স্বয়ংক্রিয় মেরামতির (Automatic Healing) প্রক্রিয়া ব্যবহার করেই হবে এই ‘অসাধ্য সাধন’ ৷ আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এবং কলকাতার আইআইএসইআর (IISER- Indian Institute of Science Education and Research)-এর একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় আবিষ্কৃত হয়েছে মেরামতির এমনই এক পদ্ধতি ৷ সূত্রের খবর, ইতিমধ্য়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানভিত্তিক একটি পত্রিকায় এই আবিষ্কার সম্পর্কে প্রবন্ধ প্রকাশিত হয়েছে ৷
আরও পড়ুন :আইআইটি খড়গপুরের কোভিব়্যাপ, মাত্র 45 মিনিটেই কোভিড পরীক্ষার নিখুঁত ফল
মূলত, তিনজন গবেষক এবং তাঁদের তিন ছাত্র মিলে এই আবিষ্কার করেছেন ৷ মোট ছ’জনের এই দলে চারজনই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের বাসিন্দা ৷ দলের তিন গবেষক হলেন আইআইএসইআর-এর সি মাল্লা রেড্ডি ও নির্মাল্য ঘোষ এবং আইআইটি খড়্গপুরের ভানুভূষণ খাটুয়া ৷ এই তিনজনের অধীনে কাজ করা তিন ছাত্র হলেন সুরজিৎ ভুঁইয়া, শুভম চান্দেল এবং সুমন্ত কুমার করণ ৷ তাঁদের দাবি, কোনও কারণে বাইরে থেকে বল প্রয়োগ করে স্ফটিককে ভেঙে দেওয়া হলে, তাঁদের আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে সেই ভাঙা স্ফটিক ফের জুড়ে দেওয়া সম্ভব ৷