পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেই তাণ্ডব চলল জঙ্গলমহলে

ভোট গণনার পর থেকেই আক্রান্ত বিরোধীরা ৷ সমগ্র জঙ্গলমহল জুড়ে অশান্তির বাতাবরন ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই চলছে হিংসা প্রতিহিংসার ঘটনা ৷

জঙ্গলমহল
জঙ্গলমহল

By

Published : May 5, 2021, 10:51 PM IST

মেদিনীপুর 5 মে : ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে ৷ এবার তার আঁচ পড়ল জঙ্গলমহলেও ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত উপেক্ষা করেই একের পর এক হিংসা প্রতিহিংসার সাক্ষী থাকছে পশ্চিমবঙ্গ ৷

গড়বেতা , চন্দ্রকোনা থেকে কেশপুর , কেশিয়াড়ি , দাঁতন ,সবং , পিংলা সহ খোদ মেদিনীপুরেও আক্রান্ত বিরোধীরা ৷ বাদ পড়েনি সাংবাদিকও । আর তাতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সমগ্র জঙ্গলমহলে ৷

তাণ্ডবের এক ঝলক

এ বিষয়ে মেদিনীপুরের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন জেলা সভাপতি সমিত কুমার দাস বলেন , ভোট গণনার পর থেকেই হামলা হচ্ছে বিজেপি সমর্থক এবং কর্মীদের উপর ৷ এমনকি তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করেছে তাঁদের ঘর বাড়ি , সেই সঙ্গেই অত্যাচার করা হয়েছে বাড়ির মেয়েদের উপর ৷ পুলিশ প্রশাসনকে এ বিষয়ে অবগত করা হলেও কোনও প্রকারের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই জানিয়েছেন তিনি ৷

তাণ্ডবের এক ঝলক

আরও পড়ুন :রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ, 24 ঘণ্টায় আক্রান্ত 18 হাজারের বেশি

তিনি আরও বলেন , প্রাণনাশের ভয়ে এখনও বাড়ি ফিরতে পারেনি বহু বিজেপি কর্মী ৷ এছাডা়ও , বিজেপির কার্যালয়ে আশ্রয় নিয়েছেন দু'শোরও বেশি কর্মী সমর্থক ৷

তাণ্ডবের এক ঝলক

সমিত কুমার দাস জানান , ঘটনা সম্পর্কে তিনি অবগত করেছেন জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে ৷ এ বিষয়ে জুন মালিয়া জানান, খুব শীঘ্রই ব্যবস্থা নিতে চলেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details