পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা বিধিকে বুড়ো আঙুল, দাসপুরের বিয়েবাড়িতে কয়েকশো লোকের ভিড় - বিয়েবাড়ি

বুধবার সন্ধ্যায় দাসপুর থানার অন্তর্গত ঝুমঝুমি এলাকায় শুরু হয় একটি বিয়ের অনুষ্ঠান । কয়েকশো মানুষের সমাগম হয় এই বিয়েবাড়িতে । যেখানে রাজ্য জুড়ে সংক্রমণের পাশাপাশি মৃত্যু বাড়ছে সেখানে কীভাবে এই বিয়েবাড়ির অনুমতি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ।

দাসপুরের বিয়েবাড়িতে কয়েকশো লোকের ভিড়
দাসপুরের বিয়েবাড়িতে কয়েকশো লোকের ভিড়

By

Published : Jun 3, 2021, 2:00 PM IST

দাসপুর, 3 জুন : রাজ্যে জারি রয়েছে কড়া বিধিনিষেধ ৷ সরকারের তরফে বেশ কিছু ছাড়ের সুবিধা দেওয়া হলেও বড় জমায়েতের উপর বহাল রয়েছে নিষেধাজ্ঞা ৷ এরই মাঝে কয়েকশো জনকে নিয়ে বিয়েবাড়ি সেরে ফেললেন দম্পতি । নিমন্ত্রিতদের বেশিরভাগেরই মুখে নেই মাস্ক ৷ করোনা বিধি শিকেয় তুলে চলল দেদার খাওয়া-দাওয়া ৷ সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়েবাড়িতে জমায়েতের অভিযোগ উঠল দাসপুরে ৷

স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় দাসপুর থানার অন্তর্গত ঝুমঝুমি এলাকায় শুরু হয় বিয়ের অনুষ্ঠান । কয়েকশো মানুষের সমাগম হয় এই বিয়েবাড়িতে । যেখানে রাজ্য জুড়ে সংক্রমণের পাশাপাশি মৃত্যু বাড়ছে সেখানে কীভাবে এই বিয়েবাড়ির অনুমতি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ।

সরকারি বিধিনিষেধকে উপেক্ষা করে দাসপুরের বিয়েবাড়িতে কয়েকশো লোকের ভিড়

আরও পড়ুন :সৌমেন্দুকে তৃণমূলে ফেরাতে মমতাকে ফোন ? কী বলছেন শান্তিকুঞ্জের অভিভাবক

প্রসঙ্গত, কার্যত লকডাউনের দ্বিতীয় পর্যায়ে সরকারের তরফে বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হলেও বিয়েবাড়ি, বড় জমায়েত বা ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হয়নি । এক্ষেত্রে বলা হয়, এই পরিস্থিতিতে বিয়েতে 50 জনের বেশি লোকের অনুমতি দেওয়া হবে না ৷ তবে এই সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে জমায়েত চোখে পড়ল দাসপুরের বিয়েবাড়িতে । বুধবারের সরকারি রিপোর্ট পাওয়া পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 366 জন ৷ জেলার সব জায়গায় এমনকি দাসপুরেও পুলিশ প্রশাসন সক্রিয় থাকার পরেও কীভাবে এই জমায়েত হল তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

ABOUT THE AUTHOR

...view details