খড়গপুর, 8 অগস্ট : প্রাতঃভ্রমণে বেরিয়ে দলীয় কর্মীদের অভিযোগ শুনে মেজাজ হারালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । মেজাজ হারিয়ে তিনি বলেন, "টাকা দিচ্ছেন অথচ কাজ হচ্ছে না, সেটা দেখার দায়িত্ব জনগণের রয়েছে । কোনও জনপ্রতিনিধি যদি কাজ না করে তাহলে তাঁর বাড়ির সামনে মলত্যাগ করে দিয়ে আসুন যাতে তিনি বাড়ি থেকে বেরোতে না পারেন ৷ ছোটলোকেদের সঙ্গে ছোটলোকের মতই ব্যবহার করা উচিত ৷"
রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজের খড়গপুর শহরের 2 নম্বর ওয়ার্ডে এক অসুস্থ দলীয় কর্মীকে দেখতে তাঁর বাড়ি যান দিলীপ ঘোষ । সেখানে যাওয়ার পথে রাস্তায় দলীয় কর্মীরা তাঁকে জল যন্ত্রণার কথা বলতে গেলে রেগে গিয়ে তিনি বলেন, "এতদিন কি ঘুমোচ্ছিলেন ? পৌরসভাকে টাকা দেওয়া সত্ত্বেও কোনও কাজ হয়নি । পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ দেখান তিনি ৷ রাস্তায় যান, পথ আটকান ৷ আমি আপনাদের সঙ্গে রয়েছি । সব কিছু কি দিলীপ ঘোষ করে দেবে ? আপনারা বাড়িতে ঘুমিয়ে থাকুন । টাকাও দেব, আবার অভিযোগও শুনতে হবে দিলীপ ঘোষকে ।"