পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh : কাজ না করলে জনপ্রতিনিধির বাড়ির সামনে মলত্যাগের নিদান দিলীপের

দলীয় কর্মীদের অভিযোগ শুনে মেজাজ হারালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ রেগে গিয়ে এ কী বললেন তিনি ?

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Aug 8, 2021, 4:09 PM IST

খড়গপুর, 8 অগস্ট : প্রাতঃভ্রমণে বেরিয়ে দলীয় কর্মীদের অভিযোগ শুনে মেজাজ হারালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । মেজাজ হারিয়ে তিনি বলেন, "টাকা দিচ্ছেন অথচ কাজ হচ্ছে না, সেটা দেখার দায়িত্ব জনগণের রয়েছে । কোনও জনপ্রতিনিধি যদি কাজ না করে তাহলে তাঁর বাড়ির সামনে মলত্যাগ করে দিয়ে আসুন যাতে তিনি বাড়ি থেকে বেরোতে না পারেন ৷ ছোটলোকেদের সঙ্গে ছোটলোকের মতই ব্যবহার করা উচিত ৷"

রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজের খড়গপুর শহরের 2 নম্বর ওয়ার্ডে এক অসুস্থ দলীয় কর্মীকে দেখতে তাঁর বাড়ি যান দিলীপ ঘোষ । সেখানে যাওয়ার পথে রাস্তায় দলীয় কর্মীরা তাঁকে জল যন্ত্রণার কথা বলতে গেলে রেগে গিয়ে তিনি বলেন, "এতদিন কি ঘুমোচ্ছিলেন ? পৌরসভাকে টাকা দেওয়া সত্ত্বেও কোনও কাজ হয়নি । পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ দেখান তিনি ৷ রাস্তায় যান, পথ আটকান ৷ আমি আপনাদের সঙ্গে রয়েছি । সব কিছু কি দিলীপ ঘোষ করে দেবে ? আপনারা বাড়িতে ঘুমিয়ে থাকুন । টাকাও দেব, আবার অভিযোগও শুনতে হবে দিলীপ ঘোষকে ।"

প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে মেজাজ হারালেন দিলীপ ঘোষ

যদিও এদিন দিলীপ ঘোষের উত্তর শুনে কিছু না বলে চলে যান দলীয় কর্মীরা ৷

আরও পড়ুন :Ghatal Flood : বন্যা কবলিত ঘাটালে পরিদর্শন সাংসদ দেবের

ABOUT THE AUTHOR

...view details