পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনী ভয় দেখালে হাত মুচড়ে দিন, বললেন তৃণমূল নেতা - west midnapore

ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোটপ্রচারে তৃণমূলের তরফে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। "কেন্দ্রীয় বাহিনী যদি ঘরে ঘরে এসে কাউকে ভয় দেখায় তাহলে তার হাত মুচড়ে দিন।" গতকাল ঘাটালের সভা থেকে এমনই মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।

অজিত মাইতি

By

Published : Mar 21, 2019, 4:41 AM IST

ঘাটাল, 21 মার্চ : "কেন্দ্রীয় বাহিনী যদি ঘরে ঘরে এসে কাউকে ভয় দেখায় তাহলে তার হাত মুচড়ে দিন।" গতকাল এমনই মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।

গতকাল ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোটপ্রচারে তৃণমূলের তরফে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (দেব), তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, শংকর দলুই, মেদিনীপুর আসনের প্রার্থী মানস ভুঁইঞা সহ তৃণমূলের অন্য কর্মী-সমর্থকরা। কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অজিত মাইতি আরও বলেন, "যে দলের এত রাজনৈতিক কর্মী আছে তার কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। আমরা অন্যায়ের পথে চলি না। আমরা গুন্ডামির পথে চলি না। আমরা আমাদের অধিকার আদায় করে নিতে চাই। নির্বাচনী যুদ্ধে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। কেন্দ্রীয় বাহিনী রাস্তায় টহল দিক। আমাদের কোনও অন্যায় থাকলে বলুক। আমরা কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করছি না। কিন্তু কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাবে। বলবে BJP-কে ভোট দাও। এটা বাংলায় চলবে না। আমাদের দিদিমণি যেমন কাউকে ভয় করে না, তেমনই আমরাও কাউকে ভয় করি না।"

ভিডিয়োয় শুনুন অজিত মাইতির বক্তব্য

প্রসঙ্গত, রাজ্যের সমস্ত বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করতে হবে, নির্বাচন কমিশনের কাছে এর আগে এমনই দাবি করেছে BJP। সেইসঙ্গে তাদের দাবি, বাংলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে।

গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। লোকসভা নির্বাচনে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখছে নির্বাচন কমিশন। তাই ভোটের এক মাস আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে রাজ্যের শহর ও গ্রামগুলিতে।

ABOUT THE AUTHOR

...view details