ঘাটাল, 21 মার্চ : "কেন্দ্রীয় বাহিনী যদি ঘরে ঘরে এসে কাউকে ভয় দেখায় তাহলে তার হাত মুচড়ে দিন।" গতকাল এমনই মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।
গতকাল ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোটপ্রচারে তৃণমূলের তরফে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (দেব), তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, শংকর দলুই, মেদিনীপুর আসনের প্রার্থী মানস ভুঁইঞা সহ তৃণমূলের অন্য কর্মী-সমর্থকরা। কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অজিত মাইতি আরও বলেন, "যে দলের এত রাজনৈতিক কর্মী আছে তার কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। আমরা অন্যায়ের পথে চলি না। আমরা গুন্ডামির পথে চলি না। আমরা আমাদের অধিকার আদায় করে নিতে চাই। নির্বাচনী যুদ্ধে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। কেন্দ্রীয় বাহিনী রাস্তায় টহল দিক। আমাদের কোনও অন্যায় থাকলে বলুক। আমরা কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করছি না। কিন্তু কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাবে। বলবে BJP-কে ভোট দাও। এটা বাংলায় চলবে না। আমাদের দিদিমণি যেমন কাউকে ভয় করে না, তেমনই আমরাও কাউকে ভয় করি না।"