পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 14, 2020, 9:16 PM IST

Updated : Jul 14, 2020, 10:40 PM IST

ETV Bharat / state

ICSE-তে রাইমির সাফল্যে উজ্জ্বল বেলদা ইংলিশ মিডিয়াম স্কুল

ক্লাস টেনের পরীক্ষায় মাত্র 13 জন ছাত্রছাত্রী নিয়েই বড় সাফল্য স্কুলের ৷ রাইমি মিত্র ছাড়াও ভালো ফল করেছে আরও তিন পড়ুয়া ৷

ICSE success of Belda English Medium School
রাইমি মিত্র

বেলদা, 14 জুলাই: সাফল্যের হার একশ শতাংশ ৷ জেলার মুখ উজ্জ্বল করল বেলদা ইংলিশ মিডিয়াম স্কুল ৷ সদ্য প্রকাশিত ICSE 2020 পরীক্ষার ফলাফলে মহকুমা, জেলা ও রাজ্য পর্যায়ে সাড়া ফেলেছে এই স্কুল ৷ স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে রাইমি মিত্র (98.6%) ৷ তার কথায়, পড়াশোনায় স্কুল, শিক্ষকদের পাশাপাশি সাহায্য করেছেন বাবা-মা ৷ রাইমি বড় হয়ে ডাক্তার হতে চায় ৷

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় মাত্র 13 জন ছাত্রছাত্রী নিয়েই বড় সাফল্যের মুখ দেখল বেলদা ইংলিশ মিডিয়াম স্কুল ৷ স্কুলের সর্বোচ্চ নম্বর পাওয়া রাইমির বাবা ব্যাঙ্ককর্মী ৷ রাইমি জানায়, পড়াশোনা ছাড়া সে রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়তে ভালোবাসে ৷ তবে, সাফল্যে এমনি আসেনি ৷ দিনে 10 ঘণ্টা পড়াশোনা করত সে ৷ প্রত্যেক বিষয়ের জন্য ছিল আলাদা গৃহশিক্ষক ৷

বেলদা স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে রাইমি মিত্র ৷

রাইমি মিত্রর সাফল্যে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা সকলকে ধন্যবাদ জানাল ৷ স্কুল অধ্যক্ষ জয়ন্ত পাল বলেন, "ছাত্রছাত্রীরা যথেষ্ট ভালো ফল করেছে ৷ সকলের আন্তরিক সাহায্যেই এসেছে সাফল্য ৷ ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি একাগ্রতাই সাফল্যের মূল চাবিকাঠি ৷ আমরা গর্ববোধ করছি ৷ "

অধ্যক্ষ জানান, শুধু রাইমি নয়, আরও তিন জন পড়ুয়া বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে ৷ তারা হল সম্ভব আগরওয়াল (প্রাপ্ত নম্বর 98.6%), সৃঞ্জন হালদার (95.6%) ও অমৃতা ভট্টাচার্য (91.2%) ৷ কার্যত মেদিনীপুর জেলার নামি ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে পিছনে ফেলে দিয়েছে বেলদা ইংলিশ মিডিয়াম স্কুল ৷

Last Updated : Jul 14, 2020, 10:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details