বেলদা, 14 জুলাই: সাফল্যের হার একশ শতাংশ ৷ জেলার মুখ উজ্জ্বল করল বেলদা ইংলিশ মিডিয়াম স্কুল ৷ সদ্য প্রকাশিত ICSE 2020 পরীক্ষার ফলাফলে মহকুমা, জেলা ও রাজ্য পর্যায়ে সাড়া ফেলেছে এই স্কুল ৷ স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে রাইমি মিত্র (98.6%) ৷ তার কথায়, পড়াশোনায় স্কুল, শিক্ষকদের পাশাপাশি সাহায্য করেছেন বাবা-মা ৷ রাইমি বড় হয়ে ডাক্তার হতে চায় ৷
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় মাত্র 13 জন ছাত্রছাত্রী নিয়েই বড় সাফল্যের মুখ দেখল বেলদা ইংলিশ মিডিয়াম স্কুল ৷ স্কুলের সর্বোচ্চ নম্বর পাওয়া রাইমির বাবা ব্যাঙ্ককর্মী ৷ রাইমি জানায়, পড়াশোনা ছাড়া সে রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়তে ভালোবাসে ৷ তবে, সাফল্যে এমনি আসেনি ৷ দিনে 10 ঘণ্টা পড়াশোনা করত সে ৷ প্রত্যেক বিষয়ের জন্য ছিল আলাদা গৃহশিক্ষক ৷