মেদিনীপুর, 25 জানুয়ারি:নাবালককেযৌন হেনস্থার অভিযোগ, তাও আবার খোদ আইসির বিরুদ্ধে ৷ সঙ্গে অভিযুক্ত দুই পুলিশকর্মীও ৷ আতঙ্কে নিরুদ্দেশ নাবালক ৷ এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকায় (Paschim Medinipur News)৷ ছেলেকে ফিরে পেতে কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে মেদিনীপুর আদালতের দ্বারস্থ হল পরিবার ৷ তবে শুধু নিরুদ্দেশ ছেলেকে ফিরিয়ে আনা নয় সঙ্গে ওই আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা । পকসো মামলা-সহ এক ও একাধিক আইপিসি ধারায় অভিযোগ জানানো হয়েছে মেদিনীপুর আদালতে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর জেলায় ।
ঘটনাক্রমে জানা গিয়েছে, নাবালক ও তার বাবার দোকান রয়েছে মেদিনীপুর শহরে জজকোর্ট সংলগ্ন মুসলিম কুঠি এলাকায় । সেই দোকানে পার্কিং নিয়ে সমস্যা হচ্ছিল । সেই যানজট সমস্যার নাম করে মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি পার্থসারথি পাল দুই পুলিশকর্মী নিয়ে ওই দোকানে যায় । সেখানে তার বাবাকে পুলিশ কর্মীরা চড় মারলে ছেলেটি কারণ জিজ্ঞাসা করে ৷ আর তাতেই ক্ষিপ্ত হন তাঁরা ৷ অভিযোগ, এরপর পুলিশ একাধিকবার থানায় ডেকে পাঠিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে ওই নাবালককে ৷ এমনকি তার যৌন হেনস্থা করার পাশপাশি মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয় ৷ তারপর থেকেই ভয়ে নিরুদ্দেশ হয়ে যায় নাবালক ৷ শত খুঁজেও না পেয়ে অবশেষে মেদিনীপুর জেলা আদালতের দ্বারস্থ হয় পরিবার ৷ গত 17 জানুয়ারি অভিযুক্ত কোতোয়ালি থানার আইসি ও দুই পুলিশ কর্মীর নামে পকসো আইন-সহ 166 A, 166 B, 506, 509, 555 ও 384-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি জেলা পুলিশ সুপার ৷ তিনি কোর্টের বিষয় বলে তা এড়িয়ে গিয়েছেন ।