পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Husband Murders Wife: পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমপর্ণ - পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন স্বামীর

স্ত্রীর অন্য সম্পর্ক আছে ৷ সেই সন্দেহে স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ভিলেজ পুলিশের কাছে আত্মসমপর্ণ করল স্বামী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ (Husband Murders Wife)৷

Husband Murder His Wife
পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন স্বামীর

By

Published : Apr 28, 2022, 4:05 PM IST

Updated : Apr 28, 2022, 7:40 PM IST

দাসপুর, 28 এপ্রিল: স্ত্রী পরকীয়ায় আসক্ত ৷ সেই সন্দেহে স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে, তারপর স্ত্রীর হয়ে নিজে সুইসাইড নোট লিখল স্বামী ৷ তার কিছুক্ষণ পরে নিজেই ভিলেজ পুলিশের কাছে সমস্ত ঘটনা স্বীকার করে আত্মসমপর্ণ করল ৷ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের রামগড়ের ঘটনা ৷ অভিযুক্ত প্রসেনজিৎ বিজলীকে গ্রেফতার করেছে পুলিশ (Husband Murders Wife)৷

5 বছর আগে আস্থা বিজলীর সঙ্গে বিয়ে হয়েছিল প্রসেনজিৎ বিজলীর ৷ দু’জনেই দাসপুর এলাকার বাসিন্দা ৷ তাদের একটি 1 বছরের সন্তান আছে ৷ স্ত্রী-র অন্য সম্পর্ক আছে সেই সন্দেহে এদিন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয় ৷ তারপরে স্ত্রী আস্থা বিজলীকে হত্যা করে থানায় আত্মসমপর্ণ করে অভিযুক্ত স্বামী প্রসেনজিৎ বিজলী ৷

আরও পড়ুন:Man Killed Wife: পরকীয়া সন্দেহে ঝগড়া, স্ত্রীর গলা কেটে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ছ’টা নাগাদ অভিযুক্ত প্রসেনজিৎ বিজলী স্থানীয় ভিলেজ পুলিশ সুশান্ত কপাটের কাছে গিয়ে আত্মসমপর্ণ করে ৷ ভিলেজ পুলিশকে অভিযুক্ত জানায়, সে নিজে স্ত্রী আস্থা বিজলীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে ৷ অভিযুক্তকে সঙ্গে নিয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ৷ আস্থা বিজলীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ ৷ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

Last Updated : Apr 28, 2022, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details