পিংলা, 8 ডিসেম্বর: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মারধর ৷ আর তাতেই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল ৷ বুধবার সন্ধ্যে 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলায় (Husband is Accused of Beating Wife to Death in West Midnapore) ৷ অভিযোগ মদ্যপ অবস্থায় বুল্টি দাস নামে ওই মহিলাকে লাঠি দিয়ে মারধর করেন অভিযুক্ত শক্তিপদ দাস ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় বুল্টি দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ শক্তিপদ দাসকে গ্রেফতার করছে ৷
পুলিশ সূত্রে খবর, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital affairs) কথা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন পিংলার নয়া এলাকার বাসিন্দা বছর 36-এর বুল্টি দাস ৷ অভিযোগ সেই সময় মদ্যপ অবস্থায় স্ত্রীকে লাঠি দিয়ে মারধর শুরু করেন শক্তিপদ দাস ৷ লাঠির আঘাত এতটাই জোরে ছিল যে, তৎক্ষণাত জ্ঞান হারান ওই মহিলা ৷ পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় বুল্টি দাসকে পিংলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসক বুল্টি দাসকে মৃত বলে ঘোষণা করেন ৷ হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ অভিযুক্ত শক্তিপদ দাসকে গ্রেফতার করেছে ৷