মেদিনীপুর, 16 জুলাই: 2021 সালের স্মৃতি ফিরল তেইশের পঞ্চায়েত নির্বাচনের পরেও ৷ ভোট পরবর্তী হিংসা ও প্রাণে মারার হুমকির জেরে ঘরছাড়া পশ্চিম মেদিনীপুরের প্রায় 500 বিজেপি নেতা ও কর্মী ৷ অভিযোগ ভোটপর্ব থেকেই তাঁদের প্রাণে মারার হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ আর তার জেরে পরিবার নিয়ে জেলা বিজেপির পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন প্রায় 500 জন নেতা ও কর্মী ৷ যাঁদের মধ্যে রয়েছেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও ৷ রয়েছেন ব্লক স্তরের বিভিন্ন শাখা সংগঠনের নেতারাও ৷
এ নিয়ে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগে হাইকোর্ট মামলা করবে তারা ৷ আর সেই মামলায় প্রতিটি ব্লকের বিডিও, এসডিপিও এবং থানার পুলিশ আধিকারিকদের নাম বিশেষভাবে উল্লেখ করবে জেলা বিজেপি নেতৃত্ব ৷ অভিযোগ ভোটের আগে থেকে বিডিও ও পুলিশ দাঁড়িয়ে থেকে বিজেপির প্রার্থী ও নেতাকর্মীদের অপহরণ করিয়েছে ৷ এমনকি তাঁদের সামনেই মারধর করা হয়েছে বিজেপির কর্মীদের ৷
এমন ঘটনার শিকার হয়েছিলেন বিজেপির পঞ্চায়েত সমিতির পরাজিত প্রার্থী তথা সংখ্যালঘু সেলের নেতা সোলেমান খান ৷ তিনি বলেন, ‘‘যেদিন থেকে প্রার্থী হয়েছিলাম, সেদিন থেকেই আমার উপর ওরা আক্রমণ করেছে ৷ আমাকে তিনবার তুলেও নিয়ে গিয়েছিল ৷ এরপর ভোটের দিন ওরা আমার পোলিং এজেন্টদের মারধর করে এবং আমি ঘরছাড়া হই ৷ এর সঙ্গে জড়িত বিডিও এবং পুলিশ প্রশাসন ৷ তাঁরা নিজেরাই আমাদের তুলে নিয়ে গিয়ে মারধর করিয়েছে ৷’’