গোয়ালতোড়, 19 জানুয়ারি : পঞ্চায়েতের রাস্তা তৈরির কাজ চলছিল মাও অধ্যুষিত গোয়ালতোড় থানার বড়ডাঙা গ্রামে। জেসিবি দিয়ে মাটি কাটতে গিয়েই বিপত্তি ৷ এক-এক বেরিয়ে এল 100 বন্দুক, সঙ্গে হাজারেরও বেশি কার্তুজ উদ্ধার হয় (Guns and cartridge recovery at Goaltore)। যদিও প্রশাসনের বিবৃতিতে অনুযায়ী সংখ্যাটা 36 ৷ স্বভাবতই চাঞ্চল্য গোটা ঘটনায় ৷
Guns Recovery at Goaltore : গোয়ালতোড়ে মাটির নীচ থেকে উদ্ধার 100 বন্দুক, এলাকায় চাঞ্চল্য - hundred Guns and cartridge recovery at Goaltore
জেসিবি দিয়ে মাটি কাটতে গিয়েই বিপত্তি ৷ গোয়ালতোড়ে মাটির নীচ থেকে এক-এক বেরিয়ে এল 100 বন্দুক, সঙ্গে হাজারেরও বেশি কার্তুজ উদ্ধার হয় (Guns and cartridge recovery at Goaltore)।
এ বিষয়ে পুলিশ সুপার দীনেশ কুমার এক বিবৃতিতে জানান, রাস্তা খোড়ার সময় 400টির মতো বন্দুকের কার্তুজ এবং প্রায় 36টি বন্দুক উদ্ধার হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশের ৷ বন্দুক উদ্ধার জঙ্গলমহলে নতুন ঘটনা নয়।
তৃণমূল ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে এই ধরনের বন্দুক ও কার্তুজ উদ্ধার ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা ৷ কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক জঙ্গলমহলে। স্বাভাবিকভাবেই একদা মাও অধ্যুষিত এলাকায় এই ধরনের বন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নতুন করে।
TAGGED:
Guns Recovery at Goaltore