পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Guns Recovery at Goaltore : গোয়ালতোড়ে মাটির নীচ থেকে উদ্ধার 100 বন্দুক, এলাকায় চাঞ্চল্য - hundred Guns and cartridge recovery at Goaltore

জেসিবি দিয়ে মাটি কাটতে গিয়েই বিপত্তি ৷ গোয়ালতোড়ে মাটির নীচ থেকে এক-এক বেরিয়ে এল 100 বন্দুক, সঙ্গে হাজারেরও বেশি কার্তুজ উদ্ধার হয় (Guns and cartridge recovery at Goaltore)।

Guns Recovery at Goaltore
গোয়ালতোড়ে মাটির নীচ থেকে উদ্ধার 100 বন্দুক, এলাকায় চাঞ্চল্য

By

Published : Jan 19, 2022, 11:07 PM IST

গোয়ালতোড়, 19 জানুয়ারি : পঞ্চায়েতের রাস্তা তৈরির কাজ চলছিল মাও অধ্যুষিত গোয়ালতোড় থানার বড়ডাঙা গ্রামে। জেসিবি দিয়ে মাটি কাটতে গিয়েই বিপত্তি ৷ এক-এক বেরিয়ে এল 100 বন্দুক, সঙ্গে হাজারেরও বেশি কার্তুজ উদ্ধার হয় (Guns and cartridge recovery at Goaltore)। যদিও প্রশাসনের বিবৃতিতে অনুযায়ী সংখ্যাটা 36 ৷ স্বভাবতই চাঞ্চল্য গোটা ঘটনায় ৷

এ বিষয়ে পুলিশ সুপার দীনেশ কুমার এক বিবৃতিতে জানান, রাস্তা খোড়ার সময় 400টির মতো বন্দুকের কার্তুজ এবং প্রায় 36টি বন্দুক উদ্ধার হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশের ৷ বন্দুক উদ্ধার জঙ্গলমহলে নতুন ঘটনা নয়।

তৃণমূল ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে এই ধরনের বন্দুক ও কার্তুজ উদ্ধার ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা ৷ কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক জঙ্গলমহলে। স্বাভাবিকভাবেই একদা মাও অধ্যুষিত এলাকায় এই ধরনের বন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নতুন করে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details