পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agitation for Marriage: প্ল্য়াকার্ড গলায় ঝুলিয়ে বিয়ের দাবি ! প্রেমিকের বাড়ির সামনে ধরনা গৃহবধূর - চন্দ্রকোনা

বিয়ে করতে হবে ! এই দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় (Agitation for Marriage) বসলেন এক গৃহবধূ ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার (Chandrakona) ঘটনায় ভিড় জমল প্রেমিকের বাড়ির সামনে ৷

housewife holds Agitation for Marriage in Chandrakona
Agitation for Marriage: প্ল্য়াকার্ড গলায় ঝুলিয়ে বিয়ের দাবি ! প্রেমিকের বাড়ির সামনে ধরনা গৃহবধূর

By

Published : Jul 18, 2022, 1:41 PM IST

চন্দ্রকোনা, 18 জুলাই: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা (Agitation for Marriage) গৃহবধূর ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা ৷ সালমা খাতুন নামে ওই তরুণীর দাবি, তাঁর সঙ্গে প্রতারণা করেছেন চন্দ্রকোনার (Chandrakona) ক্ষীরপাই পৌর এলাকার কাশীগঞ্জের বাসিন্দা মুজিবর চৌধুরী ৷ সেনায় কর্মরত মুজিবরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, নগদ অর্থ ও সোনার গয়না হাতানো এবং খুনের চেষ্টার অভিযোগ করেছেন সালমা ৷ পালটা তাঁর বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ করেছেন মুজিবরের পরিবারের সদস্যরা ৷

চন্দ্রকোনারই হাটপুকুরের বাসিন্দা সালমা খাতুন ৷ তাঁর দাবি, তাঁর সঙ্গে মুজিবরের সম্পর্ক প্রায় আট বছরের ৷ কিন্তু, এই সম্পর্কের কথা জানার পরই সালমার পরিবারের সদস্যরা জোর করে অন্যত্র তাঁর বিয়ে দিয়ে দেন ৷ তারপরও অবশ্য মুজিবরের সঙ্গে সালমার সম্পর্ক বজায় থাকে ৷ সালমার দাবি, মুজিবর তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যদি তাঁর স্বামীকে ছেড়ে আসতে রাজি হন, তাহলে ওই যুবক তাঁকে বিয়ে করে ঘরে তুলবেন ৷ এমনকী, নানা অছিলায় মুজিবর তাঁর কাছ থেকে নগদ আড়াই লক্ষ টাকা এবং 6 ভরি সোনার গয়নাও হাতিয়েছেন বলে অভিযোগ সালমার ৷ তিনি জানিয়েছেন, সম্প্রতি বেড়াতে যাওয়ার নাম করে তাঁকে মোটরবাইক থেকে ফেলে খুন করারও চেষ্টা করেন মুজিবর ৷

আরও পড়ুন:Malda lady in Dharna: তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুয়ারে প্রেমিকা, বিয়ের দাবিতে ধরনা যুবতীর

সালমার দাবি, মুজিবরকে তাঁকে বিয়ে করতে হবে ৷ তা না হলে তিনি ওই যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন ৷ ইতিমধ্যেই ওই সেনাকর্মীর বিরুদ্ধে সালমা পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ৷ তবে, মুজিবর যদি তাঁকে বিয়ে করেন, তাহলে তিনি সেই অভিযোগ তুলে নেবেন বলেও আশ্বাস দিয়েছেন ৷

এ দিকে, মুজিবরের দিদি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সালমাই তাঁর ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছেন ৷ ফেসবুকের মাধ্যমে তাঁদের আলাপ হয় এবং তারপর সম্পর্ক তৈরি হয় ৷ সেই সম্পর্ক ছিল বছর খানেক ৷ কিন্তু, তার অনেক আগে থেকেই সালমা বিবাহিত ছিলেন ৷ তাঁর সন্তানও রয়েছে ৷ এই তথ্য লুকিয়েই মুজিবরের সঙ্গে সম্পর্কে ছিলেন সালমা ৷ এমনকী, ওই তরুণীই তাঁর ভাইয়ের কাছ থেকে নানা অজুহাতে মোটা টাকা হাতিয়েছেন বলে দাবি করেছেন মুজিবরের দিদি মেহরুন্নিসা ৷

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা গৃহবধূর ৷

এই টানাপোড়েনের মধ্যেই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মুজিবরের বাড়ির সামনে ধরনায় বসেছেন সালমা খাতুন ৷ তাঁর সাফ কথা, মুজিবর বিয়েতে রাজি না হলে তিনি সেখান থেকে নড়বেন না ৷ কারণ, মুজিবরের কাছ বিয়ের প্রতিশ্রুতি পেয়েই স্বামী, সংসার ছেড়ে এসেছেন তিনি ৷ অথচ, সেই মুজিবরই এখন তাঁকে বিয়ে করতে অস্বীকার করছেন ৷ মুজিবর তাঁর এই অবস্থানে অনড় থাকলে তিনি যাতে কঠোর শাস্তি পান, আইনি পথে সেই চেষ্টাই করবেন বলে জানিয়েছেন সালমা ৷

ABOUT THE AUTHOR

...view details