চন্দ্রকোনা, 18 জুলাই: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা (Agitation for Marriage) গৃহবধূর ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা ৷ সালমা খাতুন নামে ওই তরুণীর দাবি, তাঁর সঙ্গে প্রতারণা করেছেন চন্দ্রকোনার (Chandrakona) ক্ষীরপাই পৌর এলাকার কাশীগঞ্জের বাসিন্দা মুজিবর চৌধুরী ৷ সেনায় কর্মরত মুজিবরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, নগদ অর্থ ও সোনার গয়না হাতানো এবং খুনের চেষ্টার অভিযোগ করেছেন সালমা ৷ পালটা তাঁর বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ করেছেন মুজিবরের পরিবারের সদস্যরা ৷
চন্দ্রকোনারই হাটপুকুরের বাসিন্দা সালমা খাতুন ৷ তাঁর দাবি, তাঁর সঙ্গে মুজিবরের সম্পর্ক প্রায় আট বছরের ৷ কিন্তু, এই সম্পর্কের কথা জানার পরই সালমার পরিবারের সদস্যরা জোর করে অন্যত্র তাঁর বিয়ে দিয়ে দেন ৷ তারপরও অবশ্য মুজিবরের সঙ্গে সালমার সম্পর্ক বজায় থাকে ৷ সালমার দাবি, মুজিবর তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যদি তাঁর স্বামীকে ছেড়ে আসতে রাজি হন, তাহলে ওই যুবক তাঁকে বিয়ে করে ঘরে তুলবেন ৷ এমনকী, নানা অছিলায় মুজিবর তাঁর কাছ থেকে নগদ আড়াই লক্ষ টাকা এবং 6 ভরি সোনার গয়নাও হাতিয়েছেন বলে অভিযোগ সালমার ৷ তিনি জানিয়েছেন, সম্প্রতি বেড়াতে যাওয়ার নাম করে তাঁকে মোটরবাইক থেকে ফেলে খুন করারও চেষ্টা করেন মুজিবর ৷
আরও পড়ুন:Malda lady in Dharna: তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুয়ারে প্রেমিকা, বিয়ের দাবিতে ধরনা যুবতীর