ঘাটাল, 9 নভেম্বর: স্বামীর বাড়ির সামনে টানা 13 ঘণ্টা ধরনার পর পুনরায় বিয়ের পিঁড়িতে চারহাত এক হল মোনালিসা-বিবেকের । আর তাতেই খুশির মহল ঘাটালে (Housewife Demands for Marriage) । তবে গ্রামবাসী এবং পুলিশের সহযোগিতায় এই কাজ সম্ভব বলেই জানিয়েছে মোনালিসা ।
বিয়ে হলেও পরে গুরুত্ব দিচ্ছিল না স্বামী ৷ স্ত্রীকে ছেড়ে নিজের বাড়িতে চলে এসেছিল স্বামী । তাই স্বামীর ঘর করতে চেয়ে দিল্লি থেকে ঘাটালের কুঠিঘাটে এসে মঙ্গলবার সকাল 10টা থেকে স্বামীর বাড়ির সামনে ধরনা দিয়েছিলেন গৃহবধূ । ঘাটালের কুঠিঘাটের বিবেক ভূঁইয়ার সঙ্গে ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ হয় দিল্লিতে কর্মরতা উত্তর 24 পরগনার জগদ্দল থানার শ্যামনগরের তরুণী মোনালিসা জয়ধরের । মোনালিসা দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত থাকায় সেখানে বিবেকের নিত্য যাতাযাত ছিল । এরপর তাঁরা এক দিনক্ষণ দেখে কলকাতার একটি আবাসনে বিয়েও করে নেন । কিন্তু তারপর থেকে হঠাৎ বিবেক এই সম্পর্ক অস্বীকার করে এবং তাঁকে গুরুত্ব দিচ্ছিল না এমনটাই দাবি মোনালিসার ৷
মোনালিসা দিল্লি থেকে 8 নভেম্বর কুঠিঘাটে তাঁর স্বামী বিবেক ভূঁইয়ার বাড়িতে এসে উপস্থিত হন । স্বামীর কাছে ফিরতে চেয়ে তাঁর সঙ্গে সংসার করার দাবি নিয়েই সকাল থেকে ধরনায় বসেন মোনালিসা । এদিকে ধরনায় বসার খবর কানাকানি হতেই বিবেকের পরিবার হয় বেপাত্তা । খবর যায় পুলিশ প্রশাসনের কাছে । যাবতীয় বিবাহিত জীবনের ছবি-সহ প্রমান নিয়ে ধরনায় বসেছিলেন মোনালিসা । শয়ে শয়ে গ্রামবাসী পাশে থেকে সমর্থন করেন তাঁদের গ্রামের বধূকে ।