চন্দ্রকোনা, 18 মার্চ: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে রাতের অন্ধকারে গৃহবধূ ও যুবককে খুঁটিতে বেঁধে মারধর করলেন গ্রামবাসীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁদেরকে উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চাঁদা গ্রামে । অভিযোগ, ওই গ্রামের এক গৃহবধুর সঙ্গে চন্দ্রকোনারই বাঁকা জগন্নাথপুর গ্রামের এক বিবাহিত যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে । শুক্রবার রাতে ওই যুবক গৃহবধূর সঙ্গে তাঁর শ্বশুর বাড়িতে দেখা করতে যায় । অভিযোগ, দু'জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকেরা ।
এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে যেতেই বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ওই যুবক ও গৃহবধূকে খুঁটিতে বেঁধে মারধর করা হয় (Housewife and young man beaten up)। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ ৷ গৃহবধূ ও যুবককে উদ্ধার করে পুলিশ। যদিও জগন্নাথপুর গ্রামের ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর প্রণয়ের সম্পর্কের কথা স্বীকার করেছেন গৃহবধূর স্বামী । পাশাপাশি ওই যুবক হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় তাঁকে পালটা মারধর করা হয়েছে বলেও অভিযোগ ৷