কলকাতা 25 ফেব্রুয়ারি :আসন্ন পৌরনির্বাচনে কাঁথি পৌরসভার 14 জন বিজেপি প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । তবে তার জন্য সমস্ত খরচ বহন করবেন প্রার্থীরাই । নির্বাচনের ফলাফল প্রকাশের দিন অর্থাৎ 2 ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের সঙ্গে একজন করে সশস্ত্র পুলিশ থাকবে । প্রচারের সময় থাকতে পারবে নিরাপত্তারক্ষী (Police security for BJP candidates in Contai Municipality) ।
আসন্ন পৌরভোটের প্রচারে বাধা পাচ্ছেন, বহুদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন বিরোধী শিবিরের প্রার্থীরা ৷ ফলে আজ এমনটাই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷
উল্লেখ্য, কাঁথি পৌরসভায় 21 জন বিজেপি প্রার্থীর মধ্যে 7 জনকে ইতিমধ্যেই পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে । তাঁদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়েছিল জেলা পুলিশ সুপার ৷ কিন্তু, বাকি 14 জনের নিরাপত্তা রক্ষীর প্রয়োজন নেই বলেই ওই রিপোর্টে জানিয়েছিল পুলিশ । সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই প্রার্থীদের নিরাপত্তা রক্ষী দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছিলেন ।