পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কিছু করার নেশায় বাহাত্তরে হাতেখড়ি বাসন্তীর

72 বছরে হাতেখড়ি হল মেদিনীপুরের বাসন্তী মণ্ডলের ৷ নতুন কিছু শেখার ইচ্ছে প্রকাশ করলেন ৷

hatekhori
বাসন্তী মণ্ডল

By

Published : Jan 31, 2020, 4:58 AM IST

Updated : Mar 8, 2020, 4:42 PM IST

মেদিনীপুর, 30 জানুয়ারি : কথায় আছে শিক্ষার কোনও বয়স হয় না ৷ যে কোনও বয়সেই মানুষ শিক্ষার আলো দেখতে পারে ৷ এবারে সেই কথারই বাস্তব রূপ দেখা গেল মেদিনীপুর শহরের বিধাননগর মাঠে ৷ হাতেখড়ি হল 72 বছরের বৃদ্ধা বাসন্তী মণ্ডলের ৷

আদতে কাঁথি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে তিনি মেদিনীপুরের ঝরনাডাঙায় বোনের বাড়িতে থাকেন ৷ ছোটোতেই মা-বাবাকে হারিয়েছেন ৷ জোটেনি সামান্য শিক্ষাটুকুও ৷ লোকের বাড়িতে কাজ করেই দিন কাটান বাসন্তীদেবী ৷

সকাল থেকে রাত পর্যন্ত লোকের বাড়িতে কখনও মাসন মাজা, কখনও জামা কাপড় কেচে দেওয়া বা কখনও বাচ্চা দেখভালের কাজ করেন তিনি ৷ মাসের শেষে যখন মাইনে পান, তখন ব্যাঙ্কে সেই টাকা রাখতে বা তুলতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয় ৷

লেখা-পড়া শিখে দেখি কিছু করতে পারি কি না, বলছেন বাসন্তীদেবী

বহুদিন ধরেই চেষ্টা করছিলেন, কিন্তু সুরাহা মেলেনি এই সমস্যা থেকে ৷ শিক্ষার আলো দেখার ইচ্ছে হলেও পাশে পাননি কাউকে ৷ তবে, এবারে যেন তাঁর জীবন আলোময় হয়ে ওঠার পালা ৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাঁর হাতেখড়ির ব্যবস্থা করে দেন ৷

বাগদেবীর আরাধনার পরই হাতেখড়ি হল বাসন্তীদেবীর৷ এই বয়সে এসে হাতেখড়ি হওয়াতে খুশি বাসন্তীদেবী নিজেও ৷ তিনি বলেন, ''এবারে দেখি লেখা-পড়া শিখে কিছু করতে পারি কি না ৷'' অপরদিকে, বাসন্তীদেবীকে হাতেখড়ি দিতে পেরে খুশি এলাকার মানুষ ও সংস্থার সদস্যরাও৷

Last Updated : Mar 8, 2020, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details