পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাতিদের মঙ্গল কামনায় পুজো - পশ্চিম মেদিনীপুরে হাতি ঠাকুর পুজো

দুই প্রাপ্তবয়স্ক হাতির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর পর থেকে হাতি ঠাকুর পুজোর আয়োজন করেন নেপুরার বাসিন্দারা । কোরোনা আবহে এবছর স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন করা হয়েছে ।

নেপুরাতে হাতি ঠাকুর পুজো । দেখুন ভিডিয়ো...
নেপুরাতে হাতি ঠাকুর পুজো । দেখুন ভিডিয়ো...

By

Published : Jan 28, 2021, 10:40 PM IST

নেপুরা (পশ্চিম মেদিনীপুর), 28 জানুয়ারি : বছর তিনেক আগে একই রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু হয় নেপুরাতে । আর সেই ঘটনার পর থেকে গ্রামবাসীরা হাতি পুজো করছেন প্রতিবছর, জঙ্গলের হাতিদের মঙ্গল কামনার্থে । এবছর সেই হাতি পুজো তৃতীয় বর্ষে পড়ল । পুজো হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কনকাবতী অঞ্চলের নেপুরাতে । তবে কোরোনা আবহে এবছর যাবতীয় বিধি নিষেধ মেনে হাতি পুজোয় মেতেছে গ্রামবাসী ।

নেপুরা গ্রামের মাঠে পরিত্যক্ত ইটভাটার সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে দুটি হাতির মৃত্যু হয়েছিল । ঘটনায় দুঃখ পান গ্রামবাসীরা । যেখানে হাতি দুটি মারা গেছিল সেখানেই দুটি হাতির মূর্তি তৈরি করে নিয়মরীতি অনুযায়ী পুজোর আয়োজন করে গ্রামবাসীরা । পুরোহিত দিয়ে পুজো করা হয় । পুজোর পর উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয় ।

আরও পড়ুন : বিশ্বকর্মা পুজোয় গোরুমারা জাতীয় উদ্যানে মহাকালের আরাধনা

স্থানীয়দের বক্তব্য, প্রায়ই হাতির দল এসে ক্ষেতের ফসল নষ্ট করে, ঘরবাড়ির ক্ষতি করে । তা সত্ত্বেও হাতিকে দেবতা জ্ঞানে পুজো করেন তাঁরা । তাঁরা প্রার্থনা করেন, জঙ্গলে হাতির দল যেন ভালোভাবে থাকতে পারে । সমস্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক বনবিভাগের আধিকারিকরা । হাতির অস্বাভাবিক মৃত্যু ঠেকাতে নিষ্ঠা ভরে এই দিনে পুজো করা হয় ।

নেপুরাতে হাতি ঠাকুর পুজো । দেখুন ভিডিয়ো...

প্রতিবছর এই হাতি ঠাকুর পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজে থাকে নেপুরা গ্রামবাসী । পাত পেড়ে খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন গ্রামবাসীরা । তবে এবছর কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গ্রামবাসীরা সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন । তবে নিয়ম মেনে হাতি ঠাকুর পুজো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details