নেপুরা (পশ্চিম মেদিনীপুর), 28 জানুয়ারি : বছর তিনেক আগে একই রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু হয় নেপুরাতে । আর সেই ঘটনার পর থেকে গ্রামবাসীরা হাতি পুজো করছেন প্রতিবছর, জঙ্গলের হাতিদের মঙ্গল কামনার্থে । এবছর সেই হাতি পুজো তৃতীয় বর্ষে পড়ল । পুজো হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কনকাবতী অঞ্চলের নেপুরাতে । তবে কোরোনা আবহে এবছর যাবতীয় বিধি নিষেধ মেনে হাতি পুজোয় মেতেছে গ্রামবাসী ।
নেপুরা গ্রামের মাঠে পরিত্যক্ত ইটভাটার সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে দুটি হাতির মৃত্যু হয়েছিল । ঘটনায় দুঃখ পান গ্রামবাসীরা । যেখানে হাতি দুটি মারা গেছিল সেখানেই দুটি হাতির মূর্তি তৈরি করে নিয়মরীতি অনুযায়ী পুজোর আয়োজন করে গ্রামবাসীরা । পুরোহিত দিয়ে পুজো করা হয় । পুজোর পর উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয় ।