চন্দ্রকোনা, 22 এপ্রিল : চন্দ্রকোনা পৌরসভার 7 নং ওয়ার্ডের দুই আবেদনকারী কল্পনা পাতর খামরুই ও কল্পনা খামরুইয়ের জাতিগত শংসাপত্র মিলছে না (harassment of applicant on Caste Certificate issue) । তাঁদের অভিযোগ, গতবছর 2021 সালের 8 অগস্ট চন্দ্রকোনা পৌরসভার তত্বাবধানে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন তাঁরা । কয়েক মাস পর অনলাইনে সরকারি ওয়েবসাইট 'ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট'-এ সার্চ করলে দেখা যায়, সেখানে তাঁদের জাতিগত শংসাপত্রের আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং কোড নম্বরও রয়েছে।
তাই তাঁরা জানতে পারেন দুয়ারে সরকার শিবিরে আবেদন করা জাতিগত শংসাপত্র হয়ে গিয়েছে। এরপর চন্দ্রকোনা পৌরসভায় শংসাপত্র চাইতে গেলে পৌরসভার তরফে নানা কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি পুনরায় তাদের আবেদন করার জন্যও বলা হচ্ছে। এ নিয়ে একাধিক বার পৌরসভার দোরগোড়ায় ঘুরেও মিলছে না শংসাপত্র, চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের।